ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্রয়ের পর শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকে। পেনাল্টি শুটআউটে ৩-২ গোল ব্যাবধানের জয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে মেসি-মার্তিনেসরা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ডাচ কোচ লুই ফন হাল বলেছিলেন, আর্জেন্টিনা দলটি মেসি নির্ভর। আর মেসি বল ছাড়া একেবারে অকার্যকর। আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের ফেভারিটও দাবি করেছিন ডাচ এ কোচ। অন্যদিকে চলতি বিশ্বকাপে নিওনেল মেসি পেনাল্টি মিস করায় ডাচ গোলকিপার আন্ড্রেস নোপার্ট মুখিয়ে ছিলেন মেসিকে রুখে দিতে।
ফন হাল ও নোপার্টের এ কথা তাতিয়ে তুলেছিল আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসকে। টাইব্রেকে ডাচদের দুট শট ঠেকিয়ে দিতে তাকে উজ্জীবিত করেছিল ফন হাল ও নোপার্টের বক্তব্য।
শনিবার সংবাদসম্মেলনে মার্তিনেস বলেন, ‘ম্যাচের আগে তারা অনেক বাজে কথা বলেছে। তাদের কোচ বলেছিলেন যে, পেনাল্টি কিকে গেলে তারা ফেভারিট। কারণ ২০১৪ সেমি ফাইনলে হারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়।
‘ফুটবল থেকে আমি যা শিখেছি তা হল, মাঠে খেলে তার প্রমাণ দিতে হয়। তারা ম্যাচের আগে অনেক কথা বলেছিল যা আমাকে অনেক শক্তি দিয়েছে। ম্যাচের এত কথা না বলে জেতার চেষ্টা করা করতে হয়। এসব কথা আমাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে।’
নেদারল্যান্ডসের কোচ ও গোলকিপারের কথা মার্তিনেসের জন্য শাপে বর হিসেবে কাজ করেছে। যা থেকে তিনি জুগিয়েছেন অনুপ্রেরণা।মার্তিনেস যোগ করে বলেন, ‘তাদের কোচ বলেছিলেন যা বলেছিলেন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। যেখান থেকে আমি প্রেরণা পেয়েছি। খেলার আগে আমি শুধু ভাবতাম এবার তাদের মুখ বন্ধ করতে যাচ্ছি।’