একটি বিশ্বকাপ ৩২টি দল আর ৬৪টি ম্যাচ। সবকিছুরই সমাপ্তি ঘটতে চলেছে।
গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের সমীকরণ পেরিয়ে ১৬ দল নিয়ে নকআউট পর্বের খেলা শেষে কোয়ার্টার ফাইনালে যায় সেরা আট দল। এবার রইল বাকি চার।
কাতার বিশ্বকাপে গত ২২ দিনে গ্রুপপর্ব, রাউন্ড অফ সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচের পথ-পরিক্রমা শেষ হয়েছে। এখন ফাইনালের আগের ফাইনাল।
সেমিতে টিকে রইল ইউরোপের দুই দলের সঙ্গে লাতিন আমেরিকা ও আফ্রিকার একটি করে দল।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে আছে রানার্সআপ ক্রোয়েশিয়া। ইউরোপের এ দুই দেশের সঙ্গে লাতিন আমেরিকার আর্জেন্টিনাও টিকিট কেটেছে সেমির। আর ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আরব ও আফ্রিকান দেশ মরক্কো।
বাকি চার ম্যাচের দুটি সেমিফাইনালের সঙ্গে একটি ম্যাচ হবে তৃতীয় স্থান নির্ধারণী। শেষটি স্বপ্নের ফাইনাল।
সেমিফাইনালের প্রথম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
দ্বিতীয়টিতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে বুধবার মাঠে নামবে মরক্কো।
গ্রুপ ‘সি’তে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খায় সৌদি আরবের বিপক্ষে। পরের দুই ম্যাচ ঘুরে দাঁড়ায় মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।
দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে অস্ট্রেলিয়া ও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপকে স্মরণীয় করার লক্ষ্যে শিরোপা জয়ের মিশনে এবার তাদের সামনে ক্রোয়েশিয়া।
গতবার বিশ্বকাপে ফ্রান্সের সঙ্গে স্বপ্ন ভাঙে ক্রোয়েশিয়ার। গ্রুপ এফে থাকা দলটি অপরাজিত থেকে সেমির টিকিট কাটে। গ্রুপ পর্বে মেক্সিকো ও বেলজিয়ামের সঙ্গে ড্রয়ের পর কানাডার বিপক্ষে দারুণ জয় পায় তারা। এরপর নকআউট পর্বে জাপানকে হারিয়ে ব্রাজিলকে হারায় কোয়ার্টার ফাইনালে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অধিনায়ক লুকা মড্রিচের ক্রোয়েশিয়া। এবার আর্জেন্টিনা বাধা পেরিয়ে আবারও ফাইনালের সুযোগ তাদের সামনে।
গতবার ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স। চলতি আসরে গ্রুপ ‘ডি’তে ছিল ফ্রান্স।
চোটে জর্জরিত বর্তমান চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে জয় পেলেও শেষ ম্যাচে তিউনেশিয়ার বিপক্ষে হেরে বসে। নকআউটে লেওয়ানডোভস্কির পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে এমবাপে-জিরুদরা। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার লক্ষ্যে এবার তাদের সামনে বাধা আফ্রিকার দেশ মরক্কো।
সেমিফাইনালে গ্রুপ ‘এফ’-এর আরও একটি দল মরক্কো। দলটি বিশ্বকাপ থেকে বিদায় করেছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো ফেভারিটদের।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে মরক্কো। দুর্দান্ত ফুটবল খেলা দেশটি গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর হারিয়েছে কানাডা ও বেলজিয়ামকে।
শেষ ষোলোতে স্পেনকে টাইব্রেকারে থামিয়ে দিয়েছে ইয়াসিন বোনোর দল। শেষ আটে কাঁদিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। আল বাইত স্টেডিয়ামে জিয়েশ-হাকিমিদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
সেমিফাইনাল
প্রথম সেমিফাইনাল, মঙ্গলবার (১৩ ডিসেম্বর)
ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা
বাংলাদেশ সময় রাত ১টা, লুসাইল আইকনিক স্টেডিয়াম।
দ্বিতীয় সেমিফাইনাল, বুধবার (১৪ ডিসেম্বর)
মরক্কো-ফ্রান্স
বাংলাদেশ সময় রাত ১টা, আল বাইত স্টেডিয়াম।