বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোয়ার্টার ফাইনালে একাদশ বদলায়নি ইংল্যান্ড ও ফ্রান্স

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০৯

উইনিং কম্বিনেশন ধরে রেখেছেন ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেইট আর ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশমঁ।

কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই দলই তাদের শেষ ষোলোর একাদশে কোনো বদল আনেনি।

ফ্রান্স ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে আর ইংল্যান্ড সেনেগালকে হারিয়েছিল ৩-০ গোলে।

ওই দুই ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেছেন ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেইট আর ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশমঁ।

দুই দলের বিশ্বকাপের আসরে দেখা হয়েছে দুইবার। দুইবারই জিতেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। ১৯ বছর পর ১৯৮২ এর আসরে ইংল্যান্ডের জয় ছিল ৩-১ গোলের।

সব মিলিয়ে ১৭ বার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে ফ্রান্স। ইংল্যান্ড জিতেছে ১৭ বার আর ফ্রান্সে জয় ৯ ম্যাচে। ড্র হয়েছে ৫ ম্যাচ।

২০০০ সালের পর দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ৭ বার। এর মধ্যে ৪ বার জিতেছে ফ্রান্স। ড্র হয়েছে দুটি আর ইংল্যান্ড জিতেছে ১টিতে।

ইংল্যান্ডের একাদশ: পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, ম্যাগুয়াইর, শ, রাইস, হেন্ডারসন, বেলিংহ্যাম, সাকা, ফোডেন ও কেইন।

ফ্রান্স একাদশ: লোরিস, কুন্দে, ভারান, উপামেকানো, থিও হার্নান্দেস, চুয়ামেনি, রাবিও, ডেম্বেলে, গ্রিজমান, এমবাপে ও জিরু।

এ বিভাগের আরো খবর