বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চমক দেখাতে চায় মরক্কো, সামনে পর্তুগাল

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১৬:৫১

মুখোমুখি লড়াইয়ে পর্তুগাল ও মরক্কো সমানে সমান। একে অপরের মুখোমুখি হয়েছে মাত্র দুইবার, আর সেটি বিশ্বকাপেই। ১৯৮৬ আসরের গ্রুপ পর্বে পর্তুগিজদের ৩-১ গোলে হারায় আফ্রিকার দলটি। আর রাশিয়া আসরে ক্রিস্টিয়ানো রোনালডোর একমাত্র গোলে ম্যাচটি জেতে পর্তুগাল। সমতা ভাঙার লড়াইয়ে এবার মাঠে নামছে দল দুটি।

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে পর্তুগালের মুখোমুখি হচ্ছে মরক্কো। এবারের বিশ্বকাপে ইতিহাস গড়া হয়ে গেছে মরক্কোর, এখন সেটি লম্বা করার পালা। অন্যদিকে দুর্দান্ত ছন্দে ফেরা পর্তুগালের স্বপ্নটাও এখন শিরোপা অর্জন। সে পথে বাধা হয়ে দেখা দিয়েছে মরক্কো।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।

কাতার বিশ্বকাপে অপরাজিত মরক্কো চমক দেখিয়েছে শুরু থেকেই। এবারের বিশ্বকাপ থেকে তারা বিদায় করেছে শক্ত প্রতিপক্ষ বেলজিয়াম ও ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেনকে। চলার পথে এখন তাদের সামনে বাধা পর্তুগাল। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগির বিশ্বাস, ক্রিস্তিয়ানো রোনালডোর দলকে আসর থেকে বিদায় করার সামর্থ্য তাদের আছে।

বিশ্বকাপের আসর থেকে মূলত স্পেনকে বিদায় করে দিয়ে রূপকথার জন্ম দিয়েছে মরক্কো। সেই সুবাদে প্রথম আরব দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। সবশেষ ১৯৮৬ সালে শেষ ষোলতে খেলতে পারাই ছিল মরক্কোর সেরা অর্জন। এবার স্বপ্ন কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিতে খেলা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি বলেন, ‘পর্তুগালের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলছি, তাদের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো আমাদের বিপক্ষে না খেললে আমি সবচেয়ে বেশি খুশি হবো। ওদের বিশ্বমানের সব স্ট্রাইকার, তবে আমরাও তাদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলব। চাইবো বিস্ময় উপহার দিতে। কিন্তু আমরা খেলার দিকে বেশি মনোযোগ দিতে চাই।’

প্রতিপক্ষ পর্তুগালও মুখিয়ে আছে নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে। দলের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালডো এবার বিশ্বকাপে খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে দলের অন্য খেলায়াড়রা রয়েছেন দারুণ ছন্দে।

কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন পর্তুগালের ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো রামোস। শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারানোর ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

পর্তুগাল ও মুরক্কোর মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমানে সমান। একে অপরের মুখোমুখি হয়েছে দুইবার, দুইবারই বিশ্বকাপে। ১৯৮৬ আসরের গ্রুপ পর্বে পর্তুগিজদের ৩-১ গোলে হারায় আফ্রিকার দলটি। ৪ বছর আগে রাশিয়া আসরে দেখা হয় দুই দলের। ক্রিস্টিয়ানো রোনালডোর একমাত্র গোলে ম্যাচটি জেতে পর্তুগাল। সমতা ভাঙার লড়াইয়ে এবার মাঠে সামছে দল দুটি।

এ বিভাগের আরো খবর