বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি হলুদ কার্ডের ম্যাচ

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১৩:০২

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে ১৮ বার হলুদ কার্ডের সঙ্গে ৪৮ বার ফাউলের জন্য বাঁশি বাজিয়েছেন মাতু লাহোজ, যা দেখে বিরক্ত হয়েছেন ফুটবলাররা। শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখানোর রেকর্ডই গড়েছেন স্পেনের এ রেফারি।

কাতারে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের এক ম্যাচেই ১৮ বার হলুদ কার্ড দেখেছেন ফুটবলাররা, যা ইতিহাসে সর্বোচ্চ।

ম্যাচের শেষের দিকে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডুমফ্রিজকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করে দেন রেফারি।

স্বাভাবিকভাবেই এত হলুদ কার্ড দেখে মনে হতে পারে দুই দলের খেলোয়াড়রাই সুন্দর ও স্বচ্ছ খেলায় মনোযোগী ছিলেন না, কিন্তু আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচটি যতটা না খারাপ হয়েছে, তার থেকেও বেশি খারাপ করেছেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতু লাহোজ।

১৮ বার হলুদ কার্ডের সঙ্গে পুরো ম্যাচে ৪৮ বার ফাউলের জন্য বাঁশি বাজিয়েছেন তিনি, যা দেখে বিরক্ত হয়েছেন দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখানোর রেকর্ডই গড়েছেন স্প্যানিশ এ রেফারি।

হলুদ কার্ড দেখায় বাদ পড়েননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি হলুদ কার্ড পাওয়ায় যতটা না দর্শক অবাক হয়েছেন, তার চেয়ে বেশি অবাক হন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল। হলুদ কার্ড দেখা থেকে বাদ যাননি কোচ স্কালোনি ও ওয়াল্টার সামুয়েলও।

মাতু লাহোজ ফুটবলারদের ১৫টি হলুদ কার্ড দেখান মূল খেলায়। এর মধ্যে আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭টি হলুদ কার্ড।

এ বিভাগের আরো খবর