বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ০৩:০৮

আর্জেন্টিনার হয়ে গোল করেছেন নায়ুয়েল মলিনা ও মেসি। নেদারল্যান্ডসের গোল শোধ করেন ভাউট ভিগহর্স্ট । ৮৩ ও ১০০ মিনিটে গোল করেন তিনি।

প্রথম কোয়ার্টার ফাইনালের মতো দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও গড়িয়েছে অতিরিক্ত সময়ে । নির্ধারিত সময়ে দুই দলের খেলা ২-২ গোলে ড্র ছিল। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন নায়ুয়েল মলিনা ও মেসি। নেদারল্যান্ডসের গোল শোধ করেন ভাউট ভিগহর্স্ট । ৮৩ ও ১০০ মিনিটে গোল করেন তিনি।

১-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করার পরও নিজেদের রক্ষণাত্মক খোলস থেকে বেরিয়ে আসতে পারেনি আর্জেন্টিনা। এর মাঝেও ৭৩ মিনিটে আরেকটি সুযোগ পায় তারা লিড দ্বিগুণ করার।

নিজেদের বক্সে মারকোস আকুনিয়াকে ফাউল করেন ডাচ মিডফিল্ডার ডেনজেল ডামফ্রিস। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে গোল করতে ভুল করেননি লিওনেল মেসি।

দ্বিতীয় গোল হজম করার পরও হাল ছাড়েনি নেদারল্যান্ডস। একের পর এক এরিয়াল বল ও লং বলে তারা চাপে রাখে আর্জেন্টিনার ডিফেনসকে। চাপে নতি শিকার করতে হয় আর্জেন্টিনাকে ৮৩ মিনিটে।

বার্গহইসের ক্রসে মাথা ছুঁইয়ে এক গোল শোধ করেন ভিগহর্স্ট। এক গোল ফিরে পেয়ে ডাচরা আক্রমণের মাত্রা তীব্র করে। আর্জেন্টিনা বক্সে আসা বল ক্লিয়ার করতে ব্যস্ত ছিল শেষ ২০ মিনিট।

তারপরও শেষ রক্ষা হয়নি। ১০ মিনিট অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনার বক্সের বাইরে ফ্রি-কিক পায় নেদারল্যান্ডস। সরাসরি কিক না নিয়ে বক্সের ভেতর পাস দেন কুপমাইনার্স। গোলকিপারের একেবারে কাছে থেকে লক্ষ্যভেদ করে খেলা অতিরিক্ত সময়ে নেন ভিগহর্স্ট।

এ বিভাগের আরো খবর