বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যর্থদের নিয়েই টেস্ট দল

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ১৮:৫১

সাদা পোশাকে সাম্প্রতিক সময়ের নিয়মিত ব্যর্থমুখ মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও এনামুল হক বিজয়কে রাখা হয়েছে স্কোয়াডে। পাশাপাশি দলে রাখা হয়েছে ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্তকেও।

এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ওয়ানডে সিরিজে। সিরিজের শেষ ওয়ানডে গড়াবে ১০ ডিসেম্বর। এরপর টাইগারদের সামনে মিশন সাদা পোশাকের।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর চট্টগ্রামে।

টেস্ট সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। পাশাপাশি দলে ফিরেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। মূলত তার জায়গায় দলে ডাক পড়েছে জাকিরের।

এদিকে সাদা পোশাকে সাম্প্রতিক সময়ের নিয়মিত ব্যর্থমুখ মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও এনামুল হক বিজয়কে রাখা হয়েছে স্কোয়াডে। পাশাপাশি দলে রাখা হয়েছে ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্তকেও।

আর দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহানতো আছেনই।

এদিকে প্রথম দুই ওয়ানডে ইনজুরির কারণে খেলতে না পারা তাসকিন আহমেদ জায়গা পেয়েছেন টেস্ট দলে। তার সঙ্গে পেইস বোলিং ইউনিট সাজানো হয়েছে সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজাকে নিয়ে।

স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা মিলে।

১৪ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এরপর ২২ ডিসেম্বর হোম অফ ক্রিকেট মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড- মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।

ভারতের টেস্ট স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

এ বিভাগের আরো খবর