সুইজারল্যান্ডের বিপক্ষে কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালডোকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ধীরগতি ও একমাত্রিক খেলার পাশাপাশি কোচের সঙ্গে বিবাদে জায়গা হারিয়ে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত ডাগআউটে কাটিয়ে দেয়া লাগে রোনালডোকে।
যদিও তারকা এই ফুটবলারের অভাবটা কাউকে বুঝতেই দেননি জোয়াও ফেলিশ-বার্নার্ডো সিলভা-গনসালো রামোসরা। ম্যাচের প্রথমার্ধেই নিয়ন্ত্রণ বুঝে নিয়ে বড় জয়টা তারা নিশ্চিত করে ফেলেন ৬৭ মিনিটের ভেতরেই।
রোনালডো যখন মাঠে নামেন ততক্ষণে সুইজারল্যান্ডের জালে ৫টি গোল ঠুকে দিয়েছিলেন পর্তুগিজরা। বিনিময়ে হজম করতে হয়েছিল কেবল এক গোল।
শেষ পর্যন্ত হেসেখেলেই সুইজারল্যান্ডকে ৬-১ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় পর্তুগিজদের।
বড় ব্যবধানে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জয়। আর সে কারণেই চিরাচরিত রীতি অনুযায়ী ম্যাচের পর মাঠে উল্লাস করে ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ফুটবলাররা।
আর স্বভাবতই কেন্দ্রবিন্দুতে থাকে জয়ের নায়ক, তারকা ফুটবলার ও অধিনায়ক।
ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পর্তুগিজ দলপতি রোনালডো। ম্যাচ শেষে দল যখন উদযাপনে ব্যস্ত তখন তাকে দেখা গেল দলছুট হয়ে একাকী মাঠ ছাড়তে। দলের সঙ্গে উদযাপন না করেই ম্যাচ শেষে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ শেষে ইতালিয়ান উপস্থাপক আদ্রিয়ানো ডেল মন্টি মাঠের একটি ভিডিও পোস্ট করেন যেখানে স্পষ্ট দেখা যায় এ দৃশ্য।
কেন তিনি ছিলেন না দলীয় উদযাপনে সেটি জানা যায়নি এখনও রোনালডো কিংবা দলীয় কোনো সূত্র থেকে। ধারণা করা হচ্ছে দলের ভেতর চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেই নিজ থেকেই ধীরে ধীরে পর্তুগাল জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।