ইংল্যান্ডের বিপক্ষে নকআউটের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামছে সেনেগাল। ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। দুই দিন ধরে অসুস্থ তাদের হেড কোচ আলিউ সিসে।
২০০২ সালের পর এই প্রথম সেনেগাল বিশ্বকাপের নকআউটে খেলছে। সেবার দলের অন্যতম খেলোয়াড় ছিলেন সিসে। আর এবার তিনি দলের কোচ। সেনেগালিজ ফুটবলের জন্য ঐতিহাসিক এই ম্যাচে তাকে দলের ডাগআউটে দেখা না-ও যেতে পারে।
সেনেগালের সহকারী কোচ রেজিস বোগার্ট জানিয়েছেন, দুই দিন ধরে জ্বরে ভুগছেন সিসে। শুক্রবার দলের অনুশীলনেও ছিলেন না তিনি। যদিও তার নির্দেশনা অনুযায়ী অনুশীলন হয়েছে।
সিসে আশাবাদী তিনি ম্যাচের সময় উপস্থিত থাকবেন। কোনো কারণে সিসে মাঠে যেতে না পারলে দলকে কোচিংয়ের ভার থাকবে বোগার্টের কাঁধে। সহকারী কোচ অবশ্য হেড কোচকে নিয়ে আশাবাদী।
তিনি বলেন, ‘আশা করি তিনি কাল (শনিবার) খেলোয়াড়দের সঙ্গে মাঠে আসবেন ও বেঞ্চে থাকবেন। তার গায়ে জ্বর। তাকে নিয়ে তাই আমাদের সাবধান থাকতে হচ্ছে।’