ফুটবল বিশ্বকাপের ডামাডোলের ভিড়ে অনেকটা অলক্ষ্যে রোববার মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের প্রথমটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে দুপুর ১২টায়।
লাইমলাইটে না থাকলেও অনেক দিক থেকেই সিরিজটি গুরুত্বপূর্ণ। প্রথমত সাত বছর পর ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা শেষে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে ফিরছে টাইগাররা।
ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে খেলা সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ ২০১৫ সালে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। যে কারণে স্বাগতিক দলকে হালকাভাবে নিচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশ নিজেদের মাটিতে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে, এমনটা মনে করেন শর্মা। ম্যাচের আগের দিন শনিবার মিরপুরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সহজে তাদের বিপক্ষে জয় পাই না। গত ৭-৮ বছর ধরে ক্লোজ খেলা হচ্ছে। ২০১৫ সালে আমরা এখানে হেরে গিয়েছি।
‘আমরা জানি, বাংলাদেশের দর্শকরা কতটা ক্রিকেট পাগল। বাংলাদেশ দলও আগের চেয়ে অনেক উন্নতি করেছে। আশা করছি, উপভোগ্য সিরিজ হবে।’
ঘরের মাঠে যে বাংলাদেশ ভালো দল সেটা মানছেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস নিজেও। তামিম ইকবাল চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এই হার্ড হিটার।
তিনি বলেন, ‘লক্ষ্য একটাই। ওদের বিপক্ষে জেতার জন্যই নামব। আমাদের ৩ বিভাগেই ভালো খেলোয়াড় আছে। সিরিজ জয়ের সঙ্গে মূল লক্ষ্য ডে-বাই-ডে উন্নতি করা। উন্নতির জায়গা সব সময়ই আছে।
‘ভারত ভালো দল। তাদের খ্যাতি ও ফর্ম দুটোই আছে। তাদের সঙ্গে আমাদের সব সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়। তারা এখন আর আমাদের আন্ডারডগ ভাবতে পারবে না।’
বাংলাদেশ দল থেকে সিরিজের জন্য তামিমের পাশপাশি ছিটকে গেছেন অভিজ্ঞ পেইসার তাসকিন আহমেদও। তার জায়গায় খেলতে পারেন এবাদত হোসেন।
অন্যদিকে ভারতীয় একাদশ থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেইসার মোহাম্মদ শামি। তার জায়গায় ডাক পেয়েছেন তরুণ তারকা উমরান মালিক। তবে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে তাকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, ইয়াসির আলি, মেহেদি মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রিশাভ পান্ট, ওয়াশিংটন সুন্দার, আক্সার পাটেল, শারদুল ঠাকুর, দিপক চাহার ও মোহাম্মদ সিরাজ।