বাংলাদেশ ও আর্জেন্টিনা। দুই দেশের দূরত্ব হাজার মাইলের। ফুটবলের কল্যাণে দুই দেশ মিলেছে এক বিন্দুতে। বিশ্বকাপের সময় বাংলাদেশি ভক্তদের উন্মাদনা নজর কেড়েছে ফিফা থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।
সেই তালিকা আরও লম্বা হল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সুবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই কোচ।
লাখো আবেগতাড়িত সমর্থকের জন্য নিজেকে গর্বিতও মনে করছেন সাবেক এই ফুটবলার।
স্কালোনি বলেন, ‘আমি রোমাঞ্চিত। অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে। আমরা গর্বিত।’
‘আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব। আমরা যদি সবশেষ দিনের মতো খেলতে পারি, তবে অনেক কিছু হতে পারে। তবে অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’
এর আগে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকেরা নজর কাড়ে ফিফার। আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচের সময় আর্জেন্টিনার গোলে বাংলাদেশি ভক্তদের উল্লাসের ভিডিও নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছিল বিশ্ব ফুটবল সংস্থা।
এরপর বাংলাদেশি ফ্যানদের উন্মাদনা নিয়ে পোস্ট দিয়েছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বাংলাদেশি ভক্তদের আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বাসের দিনটি ছবি পোস্ট করে তারা।
ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের মতোই আবেগতাড়িত।’