সার্বিয়ার বিপক্ষে জয়ের দিন ব্রাজিলের সুপারস্টার নেইমার একাই ফাউলের শিকার হয়েছেন ৯ বার। যা একক খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। এতে করে চোটে পড়েন এই তারকা।
ডান গোড়ালির চোটের কারণে গ্রুপ পর্বের দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা। চোট থাকার পরও নেইমারকে এবারের আসরে ফিরে পাওয়া নিয়ে আশাবাদী ব্রাজিলের কোচ লিওনার্দো তিতে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি নেইমার ও দানিলো বিশ্বকাপে আবারও খেলবেন, এটাই আমার আশা। চিকিৎসা নিয়ে বেশি কিছু বলতে পারব না, কারণ আমি এ বিষয়ে অভিজ্ঞ নই। তবে আমরা বিশ্বাস করি, তারা খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে।’
নেইমারকে ছাড়া টুর্নামেন্টে এগিয়ে যেতে ব্রাজিলের অন্য তারকাদের ওপর ভরসা রাখতে হবে তিতেকে।
তিনি বলেন, ‘ব্রাজিল দল তাদের সব প্রতিভার ওপর ভরসা করে। নেইমার অন্যদের চেয়ে আলাদা। তবে দলের সবার প্রতি আমাদের ভরসা রয়েছে।’
নেইমারের ইনজুরির বিষয়ে তিতে আরও বলেন, ‘সার্বিয়ার বিপক্ষে নেইমার বেশ কিছু সময় আহত হয়ে খেলেছে। সে সময় তার সমস্যা সম্পর্কে আমরা বুঝতে পারিনি। আমাদের কাছে সে তথ্য ছিল না। যে কারণে নেইমার যতটা সময় পেরেছে খেলা চালিয়ে গেছে।’
কিছু নির্দিষ্ট খেলোয়াড়কে লক্ষ্য করে ফাউল করা হয় যা ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ন করে বলেও মনে করেন তিনি। এ নিয়ে সবাইকে আরও সচেতন হতে হবে বলে যোগ করে তিতে বলেন, ‘আমাদের ফাউলের ব্যাপারে সতর্ক হতে হবে, তা যেন বারবার না ঘটে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে লক্ষ্য করে এমনটা হয়ে থাকে, যা সামগ্রিকভাবে ফুটবলকে প্রভাবিত করে। এটি বন্ধ করতে হবে।’