বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমান লড়াইয়ে গোলশূন্য উরুগুয়ে-কোরিয়া

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ২১:২৫

ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রাখা কোরিয়া আক্রমণ শুরু করে নবম মিনিট থেকেই। মুন হুয়ান সুযোগ মিস করায় সে যাত্রায় ব্যর্থ হয় সাউথ কোরিয়া। ১৩ মিনিটের মাথায় আক্রমণে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে বক্সের ভেতর থাকা ভেসিনোকে ক্রস করেন নুনেজ। কিন্তু সিউং গাই বাদ সাধেন সেই আক্রমণে।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার পরাশক্তি উরুগুয়েকে রুখে দিল এশিয়ান দল সাউথ কোরিয়া। বিশ্বকাপের মিশনটা দুই দলের শুরু হয়েছে ড্র দিয়ে। ম্যাচের পুরোটা সময় একের পর এক আক্রমণ চালালেও গোল বের করে আনতে পারেনি কেউ।

আর তাতেই পঞ্চম বিশ্বকাপ জয়ের মিশনটা পয়েন্ট ভাগাভাগি করেই শুরু করতে হলো উরুগুয়েকে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে ছিল একেবারেই নিজেদের ছায়া হয়ে। দুর্বল মিডফিল্ডের সুযোগ নিয়ে প্রথম থেকেই তাদের চাপে রাখে কোরিয়া।

ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রাখা কোরিয়া আক্রমণ শুরু করে নবম মিনিট থেকেই। মুন হুয়ান সুযোগ মিস করায় সে যাত্রায় ব্যর্থ হয় সাউথ কোরিয়া।

গোল না করতে পারার হতাশা নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। ছবি: সংগৃহীত

১৩ মিনিটের মাথায় আক্রমণে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে বক্সের ভেতর থাকা ভেসিনোকে ক্রস করেন নুনেজ। কিন্তু সিউং গাই বাদ সাধেন সেই আক্রমণে।

বল নিজেদের দখলে রেখে উরুগুয়ের জাল লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালাতে থাকে কোরিয়া। কিন্তু ফিনিশিং ও উরুগুইয়ান ডিফেন্সের বদৌলতে প্রতিবারই ব্যর্থ হতে হয় তাদের।

কম যাচ্ছিল না উরুগুয়েও। কিন্তু কোরিয়ার আক্রমণের বিপরীতে খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৩৪ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করে এশিয়ান জায়ান্টরা। উই জো উরুগুয়ের বক্সের ভেতর থেকে শট নিলেও সেটি বারের ওপর দিয়ে যাওয়ায় হাতছাড়া হয় এগিয়ে যাবার সম্ভাবনা।

৪৪তম মিনিটে ভালভার্দেসের নেয়া কর্নার কিকে দুর্দান্ত এক হেড দেন গডিন। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় সেটি গিয়ে লাগে বাঁ পাশের গোলবারে। আর তাতে করেই গোলশূন্য অবস্থায় থেকেই বিরতিতে যেতে হয় দুই দলকে।

বিরতি থেকে ফেরার পর আক্রমণের ধার বাড়ায় কোরিয়া। আর টানা আক্রমণ থেকে রেহাই পেতে বেশ জোর প্রচেষ্টা চালাতে থাকেন সুয়ারেজ-নুনেজরা। কিন্তু বের হয়ে আসা হচ্ছিল না তাদের।

৬৪তম মিনিটে সুয়ারেজকে মাঠ থেকে উঠিয়ে এডিনসন কাভানিকে নামান উরুগুয়ের কোচ। আর তার ছয় মিনিট পর বলের দখল নিজেদের পায়ে নেয়া শুরু করে উরুগুয়ে।

কাভানিকে নামানোর খুব একটা সুফল লাতিন পরাশক্তিরা পায়নি মাঠে। বেশ কিছু শট তিনি গোল অভিমুখে নিলেও সেখান থেকে গোল বের করে আনতে পারেননি।

আর আক্রমণ পাল্টা আক্রমণ বাকিটা সময় ধরে চলতে থাকলেও ড্রকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এ বিভাগের আরো খবর