বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হট ফেভারিট আর্জেন্টিনা জয় পায়নি সৌদি আরবের বিপক্ষে। এবার ফুটবল বিশ্বের নজর আরেক হট ফেভারিট দল ব্রাজিলের দিকে। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি দাবিদার বিশ্বকাপ শিরোপা জয়ের।
র্যাঙ্কিংয়ে শীর্ষ দল ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপে নিজেদের প্রথম মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগের দিনই ফাঁস হলো ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ।
ব্রাজিলের অনুশীলনে কঠিন গোপনীয়তা রক্ষা করলেও ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবো প্রকাশ করেছে শুরুর একাদশ।
তাদের প্রতিবেদন বলছে, দলটি খেলবে ৪-৩-৩ ফরম্যাটে। বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে প্রচলিত ধারার বাইরের একাদশ নামাবেন কোচ লিওনার্দো তিতে। নজর দেয়া হয়েছে আক্রমণভাগে। এ জন্য একজন সেন্ট্রাল মিডফিল্ডার কম খেলানোরও সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
গোলকিপার হিসেবে মাঠে থাকবেন আলিসন বেকার। রক্ষণভাগে থাকবেন দানিলো, থিয়াগো সিলভা, মারকিনিয়োস ও আলেক্স সান্দ্রো।
মাঝমাঠের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতা ও রাফিনিয়া। আর আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১টায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। পরের দুই ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী ক্যামেরুন ও সুইজারল্যান্ড।