ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা। কাতারে বিশ্বকাপ শুরুর পর থেকে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। আর্জেন্টিনার পতাকা ও গানে বিশ্বকাপের প্রথম খেলার দিনে আর্জেন্টিনাকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জের সমর্থকরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। পরে নগরীর বঙ্গবন্ধু হয়ে চাষাড়া ঘুরে দুই নম্বর রেল গেট এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি৷ র্যালিতে শতাধিক আর্জেন্টিনা ভক্ত অংশ নেন।
র্যালিতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস আর ঢুলের শব্দে উন্মাদনায় মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা।আনন্দ মিছিলে আর্জেন্টিনার ভক্তরা তাদের প্রিয় দলের বিজয়ী হওয়ার প্রত্যাশা করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৪ ওয়ার্ডের কাউন্সিল মনিরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে আর্জেন্টিনার ভক্তরা রাস্তায় নেমেছে দলকে স্বাগত জানাতে। প্রিয়দল এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আমাদের এই প্রত্যাশা।
আনন্দ মিছিল শেষে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি তাপস সাহা বলেন, এবার আর্জেন্টিনা আগের চেয়ে অনেক শক্তিশালী৷ মেসি ও ডি মারিয়ারা প্রতিপক্ষকে আক্রমন করে জয় নিশ্চিত করবে। তাপস সাহার মতে, শুধু বিশ্ব কাপের ফাইনাল খেলাই নয় এবার শিরোপা জয়ের লড়াই হবে।
র্যালিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। খেলাকে ঘিরে মহল্লায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি বলেন, খেলা দেখা ও সমর্থন নিয়ে মহল্লায় কোন সাংঘর্ষিক ঘটনা না ঘটে সেজন্য পুলিশ টহল তৎপরতা বাড়ানো হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে দুতলা একটি বাড়িকে করা হয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে। দলকে সমর্থন করে প্রতিবারই বাড়িটি অংকন করা হয় বলে জানালেন বাড়ির মালিক আফজাল মুন্সী। তিনি বলেন, পারিবারিক ভাবে আমরা আর্জেন্টিনার সাপোর্টার। এজন্য বাড়িটি রং করার মাধ্যমে আমাদের সমর্থন জানিয়ে দেই এলাকাবাসীকে।