বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি বুলেটপ্রুফ: রোনালডো

  •    
  • ২১ নভেম্বর, ২০২২ ১৭:৪৮

রোনালডো জানিয়েছেন দীর্ঘ ক্যারিয়ারের সবকিছুই সামলেছেন তিনি। কোনো কিছুই আর তার পারফরম্যান্সে প্রভাব ফেলে না।

ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালডোর পর্তুগাল। বরাবরের মতো দলের চেয়ে তাকে নিয়েই আগ্রহ বেশি সংবাদ মাধ্যম ও ভক্তদের।

বিশ্বকাপের আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও এর ম্যানেজার এরিক টেন হাখের সমালোচনা করেন রোনালডো। ওই সাক্ষাৎকারের পর ইউনাইটেডের সঙ্গে তার ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছেন বিশেষজ্ঞরা।

একই সঙ্গে বিশ্বকাপের আগে এমন নেতিবাচক প্রচারণা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে কি না সেটা নিয়েও শঙ্কায় ছিলেন ভক্তরা। তাদের আস্বস্ত করেছেন রোনালডো। সোমবার এক সংবাদ সম্মেলনে রোনালডো জানিয়েছেন দীর্ঘ ক্যারিয়ারের সবকিছুই সামলেছেন তিনি।

কোনো কিছুই আর তার পারফরম্যান্সে প্রভাব ফেলে না উল্লেখ করে তিনি বলেন, ‘দলের পরিবেশ খুবই ভালো। কোনো সমস্যা নেই। আমাদের মনোযোগও সঠিক জায়গায় আছে। আমাকে নিয়ে কথা না বললে দলের আরও সাহায্য হবে। আমাকে কিছু বলে লাভ নেই। আমি পুরোপুরি বুলেটপ্রুফ ও লোহায় ঢাকা।’

সতীর্থ ও পর্তুগালের ভক্তদের ওপর অগাধ বিশ্বাস রোনালডোর। তার মতে উত্থান কিংবা পতন সবসময়েই তারা পাশে থাকেন ও থাকবেন।

রোনালডো যোগ করেন, ‘কখনও তারা সত্য লেখে, কখনও মিথ্যা। কে কী বলল সেটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আমার যখন কথা বলার দরকার আমি তখনই বলব। আমাকে সবাই চেনে ও জানে আমি কী চিন্তা করি ও আমি কেমন। কে কী বলল তাতে কারও কিছু যায় আসে না।’

২০০৬ সালে পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন রোনালডো। এরপর একে ৪টি আসরে খেলছেন ৫ বারের ব্যলন ডরজয়ী এ ফরোয়ার্ড। বৃহস্পতিবার মাঠে নামলে নিজের ৫ নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন তিনি।

এ বিভাগের আরো খবর