বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাতার বিশ্বকাপের প্রথম গোল ভালেনসিয়ার

  •    
  • ২০ নভেম্বর, ২০২২ ২২:২৭

স্বাগতিক কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইকুয়েডরের অধিনায়ক।

কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে রেকর্ডবুকে নাম ওঠালেন ইকুয়েডরের এনার ভালেনসিয়া। স্বাগতিক কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইকুয়েডরের অধিনায়ক।

ভালেনসিয়া গোল পেতে পারতেন আগেই। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় স্নায়ুচাপে ভুগতে থাকা কাতারের গোলকিপার আল সাদ আল-শিবের ভুলে বক্সের মধ্যে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে অফসাইডের কারণে তার গোলটি বাতিল করে দেন রেফারি।

৩৩ বছর বয়সী ভালেনসিয়াকে বিশ্বকাপ ক্যারিয়ারের ৪র্থ গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১৬তম মিনিটে আবারও কাতার গোলকিপার আল-শিবের ভুলে পেনাল্টি পায় ইকুয়েডর।

এবারে স্পট থেকে আলতো কিকে প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে আল বাইত স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসান ভালেনসিয়া। ১৭তম মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর।

এই প্রথম বিশ্বকাপের কোনো আসরের প্রথম গোল এসেছে পেনাল্টি কিক থেকে। এর আগে ২০১৪ বিশ্বকাপে খেলেছেন ভালেনসিয়া। সেবার মোট ৩ গোল করেছিলেন এ ফরোয়ার্ড।

উদ্বোধনী ম্যাচের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের পুরনো সূচিতে কাতার-ইকুয়েডর ম্যাচটি হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন।

তবে, আয়োজক দেশ কাতারের অনুরোধে ফিফা ম্যাচটি একদিন আগে নিয়ে আসে। উদ্বোধনী দিনে এই একটি ম্যাচই রয়েছে।

এ বিভাগের আরো খবর