রাত পোহালেই বেজে উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের দামামা। ২৮ দিনের এই মহাযজ্ঞে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য লড়বে ৩২ দল। রোববার রাত ৮টায় জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
এবারের বিশ্বকাপে পরিবর্তন আছে বেশ কিছু নিয়মের।
গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলেবরাবরের মতো বিশ্বকাপের এবারের আসরেও আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২টি দল অংশ নেবে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল, যেখানে প্রতি দল খেলবে তিনটি করে ম্যাচ। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা দু’দল পাবে শেষ ষোলোর টিকিট।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান থাকলে প্রথমেই দেখা হবে তাদের গোল পার্থক্য। সেখানে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। যদি গোল পার্থক্য সমান হয়, তখন দেখা হবে কোন দল বেশি গোল করেছে। সেখানে এগিয়ে থাকা দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
যদি এই তিনটি দেখার পরও সমাধান না হয়, তবে হিসেব হবে হেড টু হেড ম্যাচের গোল পার্থক্য। সেটিতেও যদি নিষ্পত্তি না হয়, তাহলে হিসেব করা হবে কার্ডের। যে দল কম কার্ড দেখেছে তারা যাবে পরের পর্বে।
কিন্তু তাতেও যদি ফলাফল নিষ্পত্তি না হয় তাহলে শেষ উপায় হিসেবে বিবেচনায় আসবে ফিফার র্যাঙ্কিং। যেই দল এগিয়ে থাকবে সেই দল নিশ্চিত করবে শেষ ষোল।
অফসাইডঅফসাইডের বিষয়ে ফিফার নির্দিষ্ট নিয়ম আছে। একদম নির্ভুল সিদ্ধান্তের জন্য কাতার বিশ্বকাপে প্রযুক্তির সহায়তায় অফসাইড নির্ধারণ করার ব্যবস্থা রাখা হয়েছে।
২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এবারে কাতার বিশ্বকাপে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে ফিফা। এবারের আসরে অফসাইডের জন্য রাখা হয়েছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি।
প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোন অফসাইড হলেই ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে।
খেলোয়াড় পরিবর্তনগত বিশ্বকাপেও বদলি খেলোয়াড় হিসেবে তিনজন ফুটবলারকে নামাতে পারতো দল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেটি বাড়িয়ে পাঁচজন করে ফিফা। এখন করোনার প্রকোপ কমে গেলেও বদলি হিসেবে পাঁচজনের নিয়ম বহাল আছে। তবে কিছুটা পরিবর্তন এসেছে সেই নিয়মে।
এবারের বিশ্বকাপে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে তিন বারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে তিন বারের মধ্যে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা যাবে। এটি খেলোয়াড়কে সতেজ রাখতে এবং কোচকে কৌশল পরিবর্তন করতেও সাহায্য করবে।
একইসঙ্গে আরও একটি পরিবর্তন আসছে খেলোয়াড় বদলের ক্ষেত্রে। পেনাল্টি শুটআউটের আগে মূল একাদশে পরিবর্তন বা গোলকিপারে পরিবর্তন করা যাবে এবারের বিশ্বকাপ থেকে।
পেনাল্টির সময় লাইনে পা রাখতে হবে গোলকিপারকেইউরোপের অনেক লিগে এই নিয়ম চালু আছে। বিশ্বকাপে এই নিয়ম চালু না থাকলেও এবারের আসর থেকে সে পথে যাচ্ছে ফিফা। পেনাল্টি কিকের আগে গোলকিপারের একটি পা অবশ্যই লাইনে থাকতে হবে।
ম্যাচ চলাকালীন বেঞ্চের তালিকাবিশ্বকাপের স্কোয়াডে ন্যুনতম ২৩ থেকে সর্বোচ্চ ২৬ জন ফুটবলার রাখার নিয়ম। ম্যাচ চলাকালীন বেঞ্চে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, বদলি খেলওয়াড়সহ ২৬ জনের বেশি বসতে পারবেন না এবারের বিশ্বকাপে। ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তাদের মধ্যে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে।
নারী রেফারিপ্রথমবারের মতো পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে কাতারে। বছরের পর বছর এর উল্টোটা দেখা গেছে বিশ্ব ফুটবলে। নারীদের ফুটবলে পুরুষ রেফারি ছিল। এবার পুরুষ বিশ্বকাপে থাকছেন ৬ নারী রেফারি।