ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে গত সপ্তাহে ক্রিস্টিয়ানো রোনালডোর দেয়া সাক্ষাৎকারের পর উত্তাল হয়ে উঠেছে গোটা ফুটবল দুনিয়া। রোনালডোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির কোচ এরিক টেন হাখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগিজ এ তারকা।
সাক্ষাৎকারে সিআর সেভেন টেন হাখ ও ক্লাব সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ ঝাড়েন। কোনো রাখঢাক ছাড়ায় তিনি বলেন, কোচের প্রতি তার কোনো প্রকার সম্মান নেই। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি বলেও জানান ৩৭ বছরের এ তারকা ফুটবলার। ম্যানইউ তার সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি করেন তিনি।
সাক্ষাৎকারের এক পর্যায়ে রোনালডোর কাছে লিওনেল মেসিকে নিয়ে নিজের ভাবনা জানতে চান মরগান।
উত্তরে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বলেন, ‘উনি একজন অসাধারণ খেলোয়াড়, জাদুকরী। ব্যক্তি হিসেবেও তিনি দারুণ। ১৬ বছর ধরে আমরা একই মঞ্চ ভাগ করেছি, ভাবতে পারেন।’
মেসিকে সতীর্থের মতোই দেখেন জানিয়ে রোনালডো বলেন, ‘বাড়িতে এক সঙ্গে বসে গল্প না করলেও কিংবা ফোনে নিয়মিত কথা না বললেও মেসিকে বন্ধুর মতোই দেখি।
‘মেসি সতীর্থের মতো। আমার স্ত্রীও উনার স্ত্রীকে প্রচন্ড সন্মান দেখান। ওনারা দুজনেই আর্জেন্টাইন। তাই আমি মেসির বিষয়ে ভালো দিকগুলোই বলব। উনি ফুটবলের জন্য অনেক কিছু করেছে। যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে মেসিই সেরা কী না প্রশ্নের উত্তরে আমি বলব... হ্যাঁ।’
সিআর সেভেন বলেন, ‘ব্যক্তিগতভাবে তাকে ১৬ বছর ধরে চিনি। তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। তিনি যেভাবে আমার বিষয়ে কথা বলেন তাতে তাকে সত্যিই সন্মান করতে হয়। তিনি খুবই ভালো মানুষ।’