বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপে বিয়ার খেতে খরচ হবে বেশি

  •    
  • ১৭ নভেম্বর, ২০২২ ১৩:৩৭

বিশ্বকাপের একমাত্র অফিসিয়াল বিয়ার বাডওয়াইজার ৫০০ মিলি গ্লাসের দাম পড়বে ৫০ রিয়াল। যা প্রায় ১১.৬০ পাউন্ড। একটি নন-অ্যালকোহলিক বিয়ারের দাম পড়বে ৩০ রিয়াল। যা ৭ পাউন্ড। পানির দাম পড়বে ১০ রিয়াল বা ২.৩০ পাউন্ড।

ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার। আয়োজক কাতারে মদ-বিয়ার পান এমনিতে নিষিদ্ধ। তবে বিশ্বকাপ চলাকালে শুধুমাত্র বিয়ার পান করা যাবে। সে জন্য কিছু কঠোর নিয়ম মানতে হবে দর্শকদের।

আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য বিয়ারের ব্যবস্থা থাকবে। অনেক বেশি দামে কিনতে হবে। যত ইচ্ছা তত খাওয়াও যাবে না। মানতে হবে বেশ কিছু নিয়ম। কয়েকটি হোটেলকে বিয়ার বিক্রির অনুমতি দেয়া হয়েছে।ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে একটি বিয়ারের জন্য প্রায় ১২ থেকে ১৫ পাউন্ড খরচ করতে হবে পানকারীদের। দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। কিছু সমর্থক অতিরিক্ত মদ্যপান করতে পারেন এমন আশঙ্কার কারণে প্রতি অর্ডারে চারটির বেশি পানীয় নেয়া যাবে না।এক গ্লাস বিয়ার বা ওয়াইনের জন্য প্রায় ১২ থেকে ১৫ পাউন্ড দাম রাখার সিদ্বান্ত নিয়েছে বেশ কয়েকটি হোটেল। যা বাংলাদেশি মুদ্রায় ১৪শ থেকে ১৯শ টাকা।কাতার বিশ্বকাপের দায়িত্বে থাকা কমিটির প্রধান নির্বাহি নাসের আল খাতার জানান, ফ্যান জোন এবং স্টেডিয়ামে বিয়ারের দাম সমর্থকদের জন্য অনেক কম হবে। প্রতি গ্লাসে ৭ থেকে ৮ পাউন্ড হবে।বিয়ার বিক্রির জন্য নির্দিষ্ট কোম্পানি বাডওয়াইজারকে চূড়ান্ত করেছে ফিফা ও কাতার সরকার। আয়োজক কমিটির নির্দেশ কড়াভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিস্ট সংস্থাকে।বিশ্বকাপের একমাত্র অফিসিয়াল বিয়ার বাডওয়াইজার ৫০০ মিলি গ্লাসের দাম পড়বে ৫০ রিয়াল। যা প্রায় ১১.৬০ পাউন্ড। একটি নন-অ্যালকোহলিক বিয়ারের দাম পড়বে ৩০ রিয়াল। যা ৭ পাউন্ড। পানির দাম পড়বে ১০ রিয়াল বা ২.৩০ পাউন্ড।সমর্থকদের উদ্দেশ্যে বাডওয়াইজার বলছে, পকেটে টাকা থাকলে অ্যালকোহল কেনা যাবে না। কিনতে হলে আগে প্রমাণ দিতে হবে ক্রেতার বয়স ২১ বছরের বেশি। তার কম বয়সি কারো কাছে বিয়ার বিক্রি করা হবে না।২১ বছরের কম বয়সি কেউ বিয়ার খেতে গিয়ে ধরা পড়লে কড়া শাস্তির মুখে পড়বে বলে জানানো হয়েছে। স্টেডিয়ামের বাইরে নিজেদের স্টল তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে বাডওয়াইজারকে।

এ বিভাগের আরো খবর