ফিফা বিশ্বকাপের আগে শেষবারের মতো মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে সহজ জয় দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে লিওনেল মেসির দল। আরব আমিরাতকে হারিয়েছে ৫-০ গোলে।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ করেননি লিওনেল মেসি-দি মারিয়ারা। আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
শুরুতে কিছুটা ঢিমেতালে খেললেও প্রথম গোলের পর ছন্দ ফিরে পায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন হুলিয়ান আলভারেস। অ্যাসিস্ট ছিল মেসির।
মাঝমাঠ থেকে আনহেল দি মারিয়ার বাড়ানো বল পেয়ে বক্সের দিকে ছুটে যান মেসি। বাম প্রান্ত দিয়ে আগুয়ান আলভারেসের উদ্দেশে বল ছাড়লে সেটা জালে জড়াতে ভুল করেননি তিনি।
ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। আট মিনিট পরই দুর্দান্ত এক গোল করেন দি মারিয়া। মার্কোস আকুনিয়ার ডান প্রান্ত থেকে করা ক্রসে সরাসরি ভলি করে লক্ষ্যভেদ করেন অভিজ্ঞ এ তারকা।
৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের পাস থেকে বল পেয়ে চমৎকার ড্রিবলিংয়ে আরব আমিরাতের ৩ জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলের দেখা পান দি মারিয়া।
৩-০ গোলের স্কোরলাইন ও ম্যাচভাগ্য নিশ্চিত হয়ে যাবার পরও স্টেডিয়ামে উপস্থিত হাজার চল্লিশেক দর্শকের মন যেন ভরছিল না। কারণ মেসি তখনও পুরোপুরি জ্বলে উঠতে পারেননি।
আর্জেন্টিনার অধিনায়ক গোলের দেখা পান বিরতির ঠিক আগে। দি মারিয়ার কাছ থেকে বক্সে বল পাওয়ার পর ডিফেন্ডারদের পাশ কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন মেসি।
তার গোলেই ৪-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ পকেটে থাকায় লিওনেল স্কালোনি দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু পরিবর্তন আনেন দলে।
আরব আমিরাতের ডিফেন্ডারের সঙ্গে মেসির বল দখলের লড়াই। ছবি: এএফপি
মাঠ ছেড়ে যান নিকোলাস ওতামেন্দি, দি মারিয়া, আলভারেস, আকুনিয়া ও ম্যাকঅ্যালিস্টার। তাদের বদলে মাঠে নামেন হেরমান পেসেজা, নায়ুয়েল মলিনা, এনজো ফার্নান্দেস, গনসালো মন্তিয়েল ও জোয়াকিন কোরেয়া।
ম্যাচের ঘড়িতে যখন সময় এক ঘণ্টা তখন পঞ্চম গোলের দেখা পায় আর্জেন্টিনা। বদলি হিসেবে নামা কোরেয়া ব্যবধান ৫-০ করে দেন। অ্যাসিস্ট ছিল রদ্রিগো দে পলের।
বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল। শেষ সময়ে আরব আমিরাত সুযোগ পেয়েছিল এক গোল শোধ করার। কিন্তু কাইয়ো কানেদোর শট গোললাইন থেকে ফিরিয়ে দলকে নিরাপদে রাখেন আর্জেন্টাইন ডিফেন্ডার হেরমান পাসেজা।
এ জয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। আর ৩টি ম্যাচ জিতলে তারা পেছনে ফেলবে বিশ্বরেকর্ডধারী ইতালিকে।
আর্জেন্টিনা দল এরপর যাচ্ছে কাতারে। সেখানে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেসিদের বিশ্বকাপ অভিযান।