পায়ের ইনজুরির পরও সাদিও মানেকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করে সেনেগাল। আফ্রিকার চ্যাম্পিয়নদের আশা ছিল বিশ্বকাপের শুরু থেকে তারকা ফুটবলারকে তারা পাবে। আদতে সেটা ঘটছে।
এখনও পুরো সুস্থ হননি মানে। যে কারণে তাকে রেখেই কাতার পৌঁছেছে দল। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে সেনেগালের প্রথম ম্যাচে থাকা হচ্ছে না আফ্রিকার দুইবারের বর্ষসেরা এই ফুটবলারের।
মানের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সেনেগাল সকার ফেডারেশনের বোর্ড সদস্য আব্দুলায়ে সো।
তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে দলের সেরা খেলোয়াড়কে হারানো কাম্য নয়। কিন্তু পরিস্থিতির সাথে সবাইকে মানিয় নিতে হবে। মানে ছাড়াও দলে আরো ২৫ জন খেলোয়াড় রয়েছেন। শুধুমাত্র মানের উপর নির্ভর করে থাকলে চলবে না।’
জার্মান বুন্ডেসলিগায় ভের্ডার ব্রেমেনের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড। জার্মান জায়ান্টরা সেই ম্যাচে ৬-১ গোলে জয় পেলেও চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মানে।
চোট এতটাই বাজে যে পরের ম্যাচে তিনি খেলতে পারেননি। একই সঙ্গে বিশ্বকাপ মিশনও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে মানের।
গত শুক্রবার সবাইকে তাক লাগিয়ে মানেকে রেখেই সেনেগালের কোচ আলিও সিসে ঘোষণা করেন ২৬ সদস্যের বিশ্বকাপ দল।