আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু হবে আর্জেন্টিনার। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপকে সামনে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। আবুধাবিতে প্রস্তুতি ক্যাম্প চলছে তাদের। সেখানেই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ম্যাচ খেলবে মেসির দল।
গ্রেটেস্ট শো অন আর্থের প্রস্তুতি হিসেবে বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। দেখে নিন ম্যাচে কে কত নম্বরের জার্সি পড়ে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাবেন।
জার্সি নম্বরসহ স্কোয়াড
গোলকিপার
১. ফ্রাঙ্কো আরমানি
১২. জেরোনিমো রুলি
২৩. এমিলিয়ানো মার্তিনেস
রক্ষণভাগ
২৬. নায়ুয়েল মলিনা
৪. গনসালো মনতিয়েল
১৩. ক্রিস্তিয়ান রোমেরো
৬. হেরমান পেসেজা
১৯. নিকোলাস ওতামেন্দি
২৫. লিসান্দ্রো মার্তিনেস
৮. মার্কোস আকুনিয়া
৩. নিকোলাস তালিয়াফিকো
২. হুয়ান ফয়েথ
মাঝমাঠ
৭. রদ্রিগো দে পল
৫. লিয়ান্দ্রো পারেদেস
২০. আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
১৮. গিদো রদ্রিগেস
১৭. আলেহান্দ্রো পাপু গোমেস
২৪. এনসো ফের্নান্দেস
১৪. এজেকিয়েল পালাসিওস
আক্রমণভাগ
১১. আনহেল দি মারিয়া
২২. লাউতারো মার্তিনেস
৯. হুলিয়ান আলভারেস
১৫. নিকোলাস গনসালেস
১৬. হোয়াকিন কোরেয়া
২১. পাওলো দিবালা
১০. লিওনেল মেসি