বিশাল জয় দিয়ে স্বাধীনতা কাপের মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। গ্রুপ-বির ম্যাচে ইয়ংমেনস ফকিরেরপুলকে ১৪-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। ডাবল হ্যাটট্রিক করেছেন ডরিয়েল্টন। হ্যাটট্রিক করেছেন রবসন রবিনিয়ো।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল কিংস। প্রথমার্ধে ২টি গোল করেন ডরিয়েল্টন ও রবিনিয়ো। একটি করে গোল করেন বিপলু আহমেদ, তারিক কাজী ও মিগেল ফিগেইরা।
চ্যাম্পিয়নশিপ লিগের দল ফকিরেরপুল কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি। রবিনিয়ো-ডরিয়েল্টনদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ।
বিরতির পর নিজের আরও ৪ গোল করেন আবাহনী থেকে এ বছর বসুন্ধরায় যোগ দেয়া ডরিয়েল্টন। রবিনিয়ো পূর্ণ করেন তার হ্যাটট্রিক। বদলি নেমে বাকি দুই গোল করেন ইয়াসিন আরাফাত ও মাশুক মিয়া জনি।
স্বাধীনতা কাপে এটিই কিংসের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
চট্টগ্রাম আবাহনীর এর হয়ে বামবা ১৬ মিনিটে প্রথম ও জাফর ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করেন। অপরদিকে, আজমপুর ফুটবল ক্লাব উত্তরার হয়ে নিয়াম ৭৩ মিনিটে একটি গোল শোধ করেন।