বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে দৌড়ালেন ৬ বাংলাদেশি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ নভেম্বর, ২০২২ ১৮:৩৭

স্ট্যাটেন্ট আইল্যাল্ডে শুরু হয়ে নিউ ইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইনস হয়ে শহরের ৫টি বিখ্যাত ব্রিজ অতিক্রম করে সেন্ট্রাল পার্কে এসে শেষ হয়।

গত রোববার নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয় ম্যারাথন। এতে অংশ নেন বাংলাদেশের ৬ দৌড়বিদ। স্ট্যাটেন্ট আইল্যাল্ডে শুরু হয়ে নিউ ইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইনস হয়ে শহরের ৫টি বিখ্যাত ব্রিজ অতিক্রম করে সেন্ট্রাল পার্কে এসে শেষ হয়।

নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে বাংলাদেশ থেকে দুইজন রানার প্রশান্ত রায় ও মোহাম্মদ ইসলাম বাবু ফিনিশিং লাইন অতিক্রম করেন। এ ছাড়াও নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি রানার শাহদিদুল মিহাল আহসান, তোয়ামিম রহমান, হাবিব খান এবং বাংলাদেশি-আমেরিকান খালিদ কবির সফলভাবে এই দৌড় সমাপ্ত করেন।

নিউ ইয়র্ক রোড রানার্স আয়োজিত এ ম্যারাথন প্রথমবার ১৯৭০ সালে সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়।কেভিড মহামারির কারণে ২০২০ সালে ম্যারাথন হয়নি। ২০২১ সালে সীমিত আকারে আয়োজিত হয়। এবারের দৌড়ে প্রায় ৫০ হাজার দৌড়বিদ অংশ নেন ও ৪৭ হাজার ৮৩৯ জন দৌড় শেষ করেন। ১৩১টি দেশের রানাররা অংশ নিয়েছেন এই ম্যারাথনে।

এ বিভাগের আরো খবর