বিশ্বকাপের হাওয়া বইতে শুরু করেছে। আগামী দুই দিনের মধ্যে দল ঘোষণা শেষ করবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দল। এরই মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বেশ কিছু দল স্কোয়াড ঘোষণা করেছে।
দিনের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি পৌঁছে যাবে কাতারে। এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল ব্রাজিল। লিওনার্দো তিতের তত্ত্বাবধানে কাতারে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে নামবেন নেইমার, কাসেমিরো ও থিয়াগো সিলভারা।
ব্রাজিল দল কবে কাতারে পৌঁছাবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে।
কাতার বিশ্বকাপের গ্রুপ ‘জি’তে রয়েছে ব্রাজিল। সেই গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।
২৪ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের অন্য দুটি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর এবং ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর মাঠে নামবে তিতের দল।
প্রথম ম্যাচের পাঁচ দিন আগে অর্থাৎ ১৯ নভেম্বর কাতার পৌঁছাবে নেইমার-রাফিনিয়ারা। ওই দিন কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ১০টা দোহায় পোঁছাবে দলটি। একই দিনে বিকালে দোহায় পৌঁছাবে ক্যামেরুন ও সার্বিয়া।
এর আগে ১৪ নভেম্বর আয়োজক দেশ কাতারে যাবে সুইজারল্যান্ড। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দল কাতারে যাবে ১৬ নভেম্বর। একই দিনের ফ্রান্সের জাতীয় দলও যাবে কাতার।