কারা থাকছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের দলে সেটা আগে থেকেই অনুমেয় ছিল। শঙ্কা ছিল শুধু পাওলো দিবালাকে নিয়ে। শঙ্কা কাটিয়ে তাকে নিয়েই ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
শুক্রবার নিজের টুইটারে এক ভিডিওর মাধ্যমে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
২৬ সদস্যের দলে ইনজুরি শঙ্কা থাকলেও জায়গা করে নিয়েছেন দিবালা। তৃতীয় গোলকিপার হিসেবে স্কালোনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন জোরেনিমো রুলিকে। সে কারণে ছিটকে যেতে হয়েছে হুয়ান মুসোকে।
স্কালোনি এবারের বিশ্বকাপের জন্য আর্জেন্টাইন রক্ষণভাগ সাজিয়েছেন নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, গনসালো মন্টিয়েলের মতো অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে রেখেছেন হুয়ান ফয়েথ, নায়ুয়েল মোলিনা ও নিকোলাস তালিয়াফিকোকে।
সেই সঙ্গে মাঝমাঠ সামলানোর দায়িত্ব পড়েছে লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো গোমেস ও এনজো ফার্নান্দেসদের ওপর।
আর আক্রমণভাগে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস ও পাওলো দিবালাদের সঙ্গে জায়গা হয়েছে হুলিয়ান আলভারেস ও হোয়াকিন কোরেয়ার।
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২৭ নভেম্বর স্কালোনির শিষ্যরা লড়বে মেক্সিকোর বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ ডিসেম্বর মেসিদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পোল্যান্ড।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নায়ুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হারমান পেসেজা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো ও হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গিদো রদ্রিগেস, আলেহান্দ্রো গোমেস, এনজো ফার্নান্দেস ও এসেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালা, নিকোলাস গনসালেওস, হোয়াকিন কোরেয়া ও লিওনেল মেসি।