লিওনেল মেসি নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কাতারে। আর্জেন্টিনার অধিনায়ক কেমন করবেন বিশ্বমঞ্চে সেটা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের।
বিশ্বকাপের ডামাডোল শুরু হতে সপ্তাহ তিনেক বাকি থাকলেও এরই মধ্যে স্পন্সর ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানিগুলো প্রকাশ করেছে দলগুলোর জার্সি ও কিটের ডিজাইন।
এবারে ফাঁস হয়েছে লিওনেল মেসির বুটের ছবি। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান আডিডাস মেসি ও আর্জেন্টিনার সরঞ্জাম সরবরাহ করে থাকে। তারা এবারও বিশ্বসেরা ফুটবলারের বুট তৈরি করেছে।
আনুষ্ঠানিকভাবে আডিডাস এর ডিজাইন ও মডেল প্রকাশ না করলেও, সোশ্যাল মিডিয়ায় ঠিকই ফাঁস হয়েছে মেসির বুটের ছবি।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক রয় নেমার এক পোস্টে ফুটি হেডলাইনসের বরাত দিয়ে মেসির বুটের ছবি পোস্ট করেছেন।
সোনালী রঙের বুটে থাকছে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা ও মেসির লোগো।
এ সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহে আডিডাস আনুষ্ঠানিকভাবে এই বুটের বিপণন ও প্রচার শুরু করবে আডিডাস।
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।