বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে নিজের বানানো বিশ্বকাপ দিতে চান মাইনুল

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ২০:৩৯

মাইনুল ইসলামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ জেলার। তিনি ছোট বেলা থেকে আর্জেন্টিনার ভক্ত। কাঠের তৈরি এই বিশ্বকাপ বানাতে তার দেড় মাসের মতো সময় লেগেছে।

ছোট বেলা থেকে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত মাইনুল ইসলাম। বগুড়ার এ তরুণ স্বপ্নের তারকাকে উপহার দেয়ার জন্য নিজেই বানিয়েছেন একটি বিশ্বকাপ ট্রফি, যেটা বিশ্বসেরা ফুটবলারের হাতে তুলে দিতে চান।

বগুড়ার শিবগঞ্জে বড় হওয়া মাইনুল ঢাকার মান্ডায় ফার্নিচারের মিস্ত্রি হিসেবে কাজ করেন। দেড় মাসের পরিশ্রমে প্রিয় ফুটবলারের জন্য বানিয়েছেন বিশ্বকাপ ট্রফি। তার স্বপ্ন মেসির হাতে নিজের বানানো এ ট্রফি তুলে দেয়া।

ট্রফিটি নিয়ে তিনি ঢাকার প্রেস ক্লাবে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের মাইনুল জানান, তার বানানো ট্রফিটির ওজন সাড়ে ৩ কেজির কিছুটা বেশি।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার ইচ্ছা থাকলেও সেটি তার পক্ষে সম্ভব না। যে কারণে মেসি যদি ভবিষ্যতে আবার কখনও বাংলাদেশে আসেন তখন তাকে এ ট্রফি উপহার দেবেন তিনি।

মাইনুল বলেন, ‘খুব পছন্দ করি তাকে। তার খেলা সবাই খুব পছন্দ করে। আমার পক্ষে তো সম্ভব না কাতারে গিয়ে বিশ্বকাপের খেলা দেখা। যদি সম্ভব হতো তাহলে সেখানে গিয়ে তার খেলা দেখে কাপ দিয়ে আসতাম। কিন্তু মেসি যদি বাংলাদেশে আসে তখন তার হাতে এই কাপ দিতে চাই।’

বিশ্বকাপের আদলে এ ট্রফি বানানোর পর মাইনুল অনেকের কাছ থেকেই প্রশংসা শুনেছেন। অনেকে আবার করেছেন উপহাস। মেসির প্রতি ভালোবাসায় অনড় এ যুবক জানালেন মেসির হাতেই তিনি এ ট্রফি দেখতে চান।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০১১ সালে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিলেন। সেবার নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলে মেসির আর্জেন্টিনা।

এ বিভাগের আরো খবর