লিগ ওয়ানে ত্রোয়ের বিপক্ষে মেসি, নেইমার ও এমবাপের গোলে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত দলটির বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তোফ গলতিয়ের দল।
পিএসজির ঘরের মাঠে শনিবার রাতে জয় পেয়েছে পিএসজি। তাদের চার গোলদাতা কার্লোস সোলের, লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে।
ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় এগিয়ে লিড নেয় ত্রোয়ে। প্রতিপক্ষের ফরোয়ার্ড মামা বলডের দারুণ শটে ১-০তে লিড নেয় দলটি। তবে সমতায় ফেরাতে বেশি সময় নেননি পিএসজি তারকা কার্লোস সোলের। ২৪তম মিনিটে তার গোলে ১-১তে দাঁড়ায় স্কোরলাইন।
প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা না পেলে সমতায় থেকে বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ওপর থেকে লোপেজের দারুণ একটি শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি পিএসজির গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা। তবে ৫২তম মিনিটে মামা বলডের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় ত্রোয়ে। এতে করে ২-১ গোলে পিছিয়ে পরে মেসি-নেইমাররা।
তিন মিনিট পর বক্সের বেশ বাইরে থেকে হঠাৎ বাঁ পায়ের শট নেন মেসি। বল বাঁক খেয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ালে আবারও সমতায় ফিরে পিএসজি।
৬২তম মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে নেইমার লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। এতে করে স্কোরলাইন দাঁড়ায় ৩-২ গোল।
৬৬তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে দারুণ একটি সুযোগ মিস করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে গোল করেন এমবাপে। ফলে ৪-২ এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। ম্যাচ শেষের দুই মিনিট আগে আন্তে পালাভেরসার হেড থেকে প্রতিপক্ষ একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গলতিয়ের শিষ্যরা।
লিগ ওয়ানে এখন পর্যন্ত অপরাজিত পিএসজির ১১তম জয় এটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৩৫। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ইউভেন্তাসের মুখোমুখি হবে পিএসজি।