বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডো নয় মেসির হাতেই বিশ্বকাপ, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

  •    
  • ২৭ অক্টোবর, ২০২২ ১৯:৫৩

সেমিফাইনালে ইংল্যান্ডকে পর্তুগাল পেনাল্টি শুট আউটে হারাবে। অন্য সেমিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারাবে আর্জেন্টিনা।

দেড় দশকেরও বেশি সময় ফুটবলজগৎ বিভক্ত, কে সেরা মেসি না রোনালডো এ প্রশ্নে। বিশ্লেষকেরা দারস্থ হয়েছেন সুপারকম্পিউটারের। কৃত্রিম বুদ্ধিমত্তা জানিয়েছে বিশ্বসেরা এই দুই ফুটবলারের চূড়ান্ত লড়াইয়ে কে জিতবেন।

বিসিএ রিসার্চ নামের কানাডার এক ইনভেস্টমেন্ট ফার্মের বিশ্লেষণে উঠে এসেছে এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও পর্তুগাল। অর্থাৎ শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবেন লিওনেল মেসি।

শুধু তা-ই নয় বিসিএ জানিয়েছে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে মেসির আর্জেন্টিনা। ফাইনালে তারা রোনালডোর পর্তুগালকে হারাবে।

গত চার বিশ্বকাপের ফল, ফিফা র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে বিসিএর সুপারকম্পিউটার এই বিশ্লেষণ করেছে।

তারা আরও জানিয়েছে সেমিফাইনালে ইংল্যান্ডকে পর্তুগাল পেনাল্টি শুট আউটে হারাবে। অন্য সেমিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারাবে আর্জেন্টিনা।

ফাইনালের কোনো স্কোরলাইনের পূর্বাভাস দেয়া হয়নি গবেষণাপত্রে। এটি বিসিএর দ্বিতীয় বিশ্বকাপ প্রেডিকশন। এর আগে, ২০১৮ সালে তাদের সুপারকম্পিউটার জানিয়েছিল বিশ্বকাপ জিতবে স্পেন।

তবে, সেবার স্বাগতিক রাশিয়ার কাছে হেরে রাউন্ড অফ সিক্সটিনেই বিদায় নেয় স্পেন। চ্যাম্পিয়ন হয় কিলিয়ান এমবাপে-পল পগবাদের ফ্রান্স।

এ বিভাগের আরো খবর