টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ১৫৮ রান। পার্থে দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৫৭ রান।
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগের ম্যাচে সেরা ব্যাটার কুশাল মেন্ডিসকে দ্বিতীয় ওভারে হারিয়ে ফেলায় লঙ্কানদের শুরুটা ভালো হয়নি। ৫ রানে তাকে আউট করেন প্যাট কামিনস।
দলের হাল ধরেন পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে লঙ্কানদের বড় স্কোরের পথে রাখেন দুই ব্যাটার।
১২তম ওভারে অ্যাস্টন এইগারের বলে আউট হন ২৬ রান করা ধনঞ্জয়া। দুই ওভার পর ৪০ রানে রান আউট হন নিসাঙ্কা। পরের ওভারে ভানুকা রাজাপাকশাকে ৭ রানে ডাগ আউটমুখী করেন মিচেল স্টার্ক।
অধিনায়ক দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও বেশিক্ষণ টেকেননি। শানাকার (৩) উইকেট পান গ্লেন ম্যাক্সওয়েল। আর হাসারাঙ্গাকে ১ রানে আউট করেন জশ হেইজলউড।
দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে চামিকা করুনারত্নে ও চারিথ আসালাঙ্কার ব্যাটে দেড় শ ছাড়ায় দল।
২৫ বলে ৩৮* রান করেন আসালাঙ্কা আর করুনারত্নের ব্যাট থেকে আসে ৭ বলে ১৪* রান।
অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট নেন স্টার্ক, হেইজলউড, কামিনস, ম্যাক্সওয়েল ও এইগার।