কাতার বিশ্বকাপ ঘিরে মাঠের বাইরের সব বিতর্ক ভুলে শুধু ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা ফ্রান্সের জিনেদিন জিদান।
মধ্যপ্রাচ্যে অভিবাসী শ্রমিকদের অধিকারসহ আরও বেশ কিছু বিষয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকে শুরু হয়েছে বিতর্ক। মাঠের বাইরের শুরু হওয়া এসব বিতর্ক ঘিরে আলোচনা ও সমালোচনার জবাবে জিদান এই আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কে ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার রাতে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান বলেন, ‘আশা করছি সবাই দারুণ একটি টুর্নামেন্ট উপভোগ করবেন। তবে আমি কাতার যাব কি না, সে ব্যপারে এখনও নিশ্চিত নই।’
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাবার পর থেকে কাতারকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সবকিছু পেছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা একটি আয়োজন উপহার দেবার জন্য কাতার এখন পুরোপুরি প্রস্তুত।
সমর্থকদের উদ্দেশে জিদান বলেছেন, ‘এই মুহূর্তে মাঠের বাইরের বিষয় নিয়ে অনেক কথাই উঠবে। কিন্তু এসব ভাবার সময় এখন নয়, এখন শুধু ফুটবলকে উপভোগের সময়।’
১৯৯৮ সালে ঘরের মাঠে জিদানের নেতৃত্বে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছিল। ২০১০ সালে কাতারকে যখন বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়া হয় তখন জিদান ফিফার এই সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছিলেন।