নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে বাংলাদেশকে। ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় লাল সবুজের জার্সিধারীরা।
পাওয়ার প্লেকে কাজে লাগানোর চেষ্টা করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেন শান্ত-সৌম্য।
ষষ্ট ওভারের প্রথম বলে টিম প্রিঙ্গলের শিকার হন সৌম্য সরকার। ১৪ বলে ১৪ রান করেন তিনি। পরের ওভারেই সেট হওয়া আরেক ওপেনার শান্ত আউট হয়ে সাজঘরে ফেরেন। ৪টি চারের মারে তিনি ২০ বলে ২৫ রান করে আউট হন।
বাংলাদেশ দলের ভরসার জায়গা লিটন দাস ও সাকিব আল হাসনের ব্যাটেও আলো ছড়াতে পারেনি। দলীয় ৬০ রানে লিটন আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। ১১ বল খেলে ৯ রান আসে লিটনের ব্যাট থেকে। পরের ওভারে ৯ বলে ৭ রান করে ফিরে যান অলরাউন্ডার সাকিব।
দলের এমন অবস্থায় হাল ধরার চেষ্টা করেন আফিফ হোসেন। ২৭ বলে ৩৮ রান করে আউট হন তিনি। দুইটি ছক্কার মারের সঙ্গে চার মারেন দুটি। এছাড়া ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৩ রান ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান করেন ১৮ বলে ১৩ রান।
বাংলাদেশের হয়ে অপরাজিত থেকে মোসাদ্দেক হোসেন করেন ১২ বলে ২০ রান।
নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিড ও পল ভ্যান মিকারেন দুটি করে উইকেট নেন। এছাড়া টিম প্রিঙ্গল, সারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও লোগান ফন বিক একটি করে উইকেট পান।