বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপে কোনো দুর্বল প্রতিপক্ষ দেখছেন না সাকিব

  •    
  • ২৩ অক্টোবর, ২০২২ ১৪:১৪

সম্ভাব্য প্রতিপক্ষ বদলালেও বাংলাদেশের পরিকল্পনা বদলাবে না জানালেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ও উইন্ডিজের চেয়ে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ তিনি।

নামিবিয়ার সঙ্গে শ্রীলঙ্কার হারের পর ধারণা করা হচ্ছিল বাংলাদেশের গ্রুপে পড়বে লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। বাছাইপর্বে রানার্সআপ হয়ে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হয়েছে নেদারল্যান্ডস।

অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের গ্রুপে পড়ার সম্ভাবনায় ছিল ওয়েস্ট ইন্ডিজের। আয়ারল্যান্ডের কাছে হেরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নেয় সুপার টুয়েলভের আগেই। যে কারণে এ-গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হয়েছে জিম্বাবুয়ে।

সম্ভাব্য প্রতিপক্ষ বদলালেও বাংলাদেশের পরিকল্পনা বদলাবে না জানালেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ও উইন্ডিজের চেয়ে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ তিনি।

ম্যাচের আগের দিন রোববার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘বিশ্বকাপে আমাদের নিশ্চিত যে পাঁচটি ম্যাচ আছে। এই পাঁচটি ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটাই থাকা উচিত। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকাসহ সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তাতে কোনো পরিবর্তন আসবে না।’

সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলে পূর্ণ পয়েন্ট নিয়ে জয় পেতে চান অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘সব ম্যাচ থেকেই ২ পয়েন্ট পাওয়ার আশা আছে। আমরা প্রতি ম্যাচই জেতার জন্য খেলতে নামব। এ বিশ্বকাপে কোনো দুর্বল ও সহজ দল নেই।

‘যে দলকে আপনারা হয়তো ভেবেছেন জিতবে, তারা জিততে পারেনি। আপনারাই (মিডিয়া) হয়তো এই পারসেপশনটা আমাদের ওপর দিচ্ছেন। তবে আমরা কখনও এভাবে প্রস্তুতি নেইনি। নিজেদের সেরা প্রস্তুতি নেওয়াই একমাত্র পথ। যাতে আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি।’

এ বিভাগের আরো খবর