টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রথম রাউন্ডের শুরুটাও হয়েছিল একই রকম। নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয় এবং জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল আয়ারল্যান্ড।
২০০৯ ও ২০২১ সালের বিশ্বকাপে দুই দলের দেখায় দুই বারই জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর আইরিশরা ২০০৯ সালের পর প্রথমবার প্রথম রাউন্ড কোয়ালিফাই করেছে।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, আসেন বান্দারা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো, মাহেশ থিকশানা ও লাহিরু কুমারা।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি ট্রেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি ও জোশুয়া লিটল।