বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য ৩ ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে ৯ বিদেশি ক্রিকেটারকে। সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে।
কুমিল্লা ভিড়িয়েছে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান, পেইসার শাহিন আফ্রিদি ও হাসান আলিকে। পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ ও শোয়েব মালিকের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মাশরাফি মোর্ত্তজাকে আনুষ্ঠানিকভাবে দলে ভিড়িয়েছে সিলেট। এছাড়াও গুঞ্জন রয়েছে সাকিব আল হাসান খেলবেন খুলনার হয়ে আর কুমিল্লায় থাকবেন ইমরুল কায়েস।
দলগুলো দেশিদের চেয়ে বিদেশি ক্রিকেটার দলে টানতে ব্যস্ত থাকলেও মাশরাফি মনে করছেন বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের গুরুত্ব বেশি।
বিপিএল চলাকালীন আরও ৩টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে যে কারণে মানসম্মত বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কা থাকছে বিপিএলের দলগুলোর। আর একাদশে ৪ বিদেশি ও ৭ স্থানীয় খেলোয়াড় খেলবে। যে কারণে বাংলাদেশি খেলোয়াড়দের চাহিদা বাড়বে বলে মনে করেন মাশরাফি।
বুধবার সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টে বিদেশিদের থেকে দেশিদের গুরুত্ব বেশি। একাদশে ৭জন খেলবে লোকাল প্লেয়ার। অকশনে ঐখানে যদি আমরা মোটামুটি অবস্থানে থাকতে পারি খারাপ হবে না। আমাদের ৪জন ফরেনরাই কিন্তু বোলিং করে ও তিনজন ব্যাটার। এখানে কিন্তু কম্বিনেশন করতে সহজ হবে।’