আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে রোববার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফুটবল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী দল ২-২ গোলে ড্র করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
২০ অক্টোবর এই প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।