কাতার বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। বিশ্বকাপ শুরুর এক মাস আগে আর্জেন্টিনা দলের জন্য নতুন করে যুক্ত হয়েছে চোটের দুশ্চিন্তা। বিশ্বকাপের মতো মেগা আসরের আগে পাওলো দিবালা ও আনহেল দি মারিয়ার চোট ভাবাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসিকেও।
আর্জেন্টিনার তারকা ফুটবলারের মধ্যে চোটে পড়েছেন মেসি নিজেও। যদিও তার চোট খুব বেশি গুরুতর নয়। রোববার রাতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
দি মারিয়া ও দিবালার চোট গুরুতর। বিশ্বকাপের আগে তারা সেরে উঠতে পারবেন কি না তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। পিএসজির ফরোয়ার্ড মেসি আশা করছেন বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে দলে ফিরবেন সবাই।
সাত বারের ব্যালন ডর জয়ী মেসি ডিরেক্ট স্পোর্টস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইনজুরি একটি উদ্বেগের বিষয়। কারণ এটি একটি অন্যরকম বিশ্বকাপ হতে যাচ্ছে। যেকোনো সময় ছোটখাটো চোট আপনাকে মাঠের বাইরে ঠেলে দিতে পারে।
‘দিবালা ও দি মারিয়ার সঙ্গে যা ঘটেছে, তাতে আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। আশা করি দুজনই সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপের আগে সেরে উঠতে তাদের হাতে যথেষ্ট সময় আছে। আশা করি আমরা সবাই সুস্থ শরীরে সেখানে (কাতার বিশ্বকাপ) যাবো।’
দুই আর্জেন্টাইন ফরোয়ার্ডের মধ্যে দিবালার ইনজুরি অধিক গুরুতর। উরুর চোটে ভুগছেন চলতি আসরে রোমায় যোগ দেয়া এ তারকা। শঙ্কা আছে বিশ্বকাপের না খেলার। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে থাকা দি মারিয়া আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরতে পারেন মাঠে।
২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে। দলে মারিয়ার চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা থাকলেও দিবালার জন্য পথটা বেশ কঠিন।
বিশ্বকাপে আর্জেন্টিনার সি গ্রুপে রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। এদিকে আগামীকাল দিবাগত রাতে লিগ ওয়ানের খেলায় অলিম্পিক দি মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে মেসির।