বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালদ্বীপের ক্লাবে সাবিনা একাই করেছেন ১১ গোল

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ১৬:৩৮

বাংলাদেশ জাতীয় দলের এ অধিনায়ক মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে একাই করেছেন ১১টি গোল। আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল। এতে ক্লাব এমওয়াইএসের বিপক্ষে তাদের দল ধিবেহি সিফাইং ২৬-০ গোলের বিশাল এ জয় পেয়েছে।

সাফ জয়ী বাংলাদেশের নারী ফুটবলার সাবিনা খাতুন খেলছেন মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্ট ফুটসাল। সে টুর্নামেন্টে এক ম্যাচে সাবিনারা ২৬-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশের দুই ফুটবলারই গোল করেছেন ১৭টি।

বাংলাদেশ জাতীয় দলের এ অধিনায়ক মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে একাই করেছেন ১১টি গোল। আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল। এতে ক্লাব এমওয়াইএসের বিপক্ষে তাদের দল ধিবেহি সিফাইং বিশাল এ জয় পেয়েছে।

টুর্নামেন্টের এ ম্যাচটি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা হারিয়েছিল ফেনেকাকে। পরের ম্যাচে আগামী ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে মাঠে নামবে সাবিনারা।

পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া লিগে খেলছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা। জাপানে জন্ম নেয়া আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়াও খেলছেন সাবিনার সঙ্গে।

দুর্দান্ত ফর্মে থাকা সাবিনা নেপালের সাফ মিশনেও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। পুরো আসর মাতিয়ে জিতেছিলেন গোল্ডেন বুট। শিরোপা জয়ের পথে তিনি বাংলাদেশের হয়ে একাই করেছিলেন ৮ গোল।

মালদ্বীপে এবারই প্রথম নন। এর আগেও খেলেছেন সাবিনা। চলতি আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

এ বিভাগের আরো খবর