বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত

  •    
  • ১৩ অক্টোবর, ২০২২ ১৩:০৫

সেমিতে ভারতের কাছে পাত্তাই পায়নি থাই মেয়েরা। থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

নারী এশিয়া কাপে ইতিহাস গড়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছিল থাইল্যান্ড। তবে সেমিতে ভারতের কাছে পাত্তাই পায়নি থাই মেয়েরা। থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ভারত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারের ভেতর তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে হারায় ভারত। ১৪ বলে ১৩ রান করে সাজঘরের পথ ধরতে হয় এই ওপেনারকে।

৩৮ রানেই প্রথম উইকেট হারানোর পর জেমিনাহ রদ্রিগেজকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শেফালি ভার্মা। থাই বোলারদের ওপর চড়াও হয়ে এগিয়ে নিয়ে থাকেন দলকে। কিন্তু ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরতে হয় তাকেও।

এরপর জেমিনাহের ২৬ বলে ২৭, অধিনায়ক হারমনপ্রিত কৌরের ৩০ বলে ৩৬ ও পূজা ভাস্ত্রকারের হার না মানা ১৩ বলে ১৭ রানের ইনিংসে ভর করে থাইল্যান্ডের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের পুঁজি দাঁড় করায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ডের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয়ের ফলে ৭৪ রানের বেশি তোলা সম্ভব হয়নি থাই নারীদের পক্ষে।

দলের হয়ে দুই অঙ্কের রান ছোঁয়া সম্ভব হয় কেবল নুরেমল চাওয়াই (২১) ও নাত্তায়া বুচাথামের (২১) পক্ষে। বাকিরা মাঠ ছাড়েন এক অঙ্কের ঘরে আটকে থেকেই।

আর সেই সুবাদে ৭৪ রানের বড় জয় দিয়ে ফাইনাল নিশ্চিত হয় ভারতের।

এ বিভাগের আরো খবর