এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যেতে ইয়েমেনের বিপক্ষে দরকার ছিল জয়ের। শুরুটা দারুণ করলেও পেনাল্টিতে গোল হজম করে ছন্দ পতন হয় স্মলির শিষ্যদের।
সিঙ্গাপুরের ও ভুটানের বিপক্ষে দুই ম্যাচ জিতেও মূল পর্বে যাওয়া হলো না বাংলাদেশের। শেষ ম্যাচে ইয়েমেনের কাছে ৪-০ গোলে হারের কারণে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ইয়েমেনের বিপক্ষে ৪-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচ শুরুর ১৯ মিনিটের মধ্যে দুটি গোলের সুযোগ পায় স্বাগতিকরা। ৭ মিনিটে মোলতাজিম আলম হিমেল ও ১৯ মিনিটে সিরাজুল ইসলাম রানার দারুণ দুটি সুযোগ মিসের কারণে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশের কিশোররা।
এরপরই ছন্দ পতন ঘটে লাল-সবুজের জার্সিধারীদের। ২২তম মিনিটে ইয়েমেনের আবদুল্লাহকে বাংলাদেশের সেরা খেলোয়াড় চন্দন ফাউল করলে পেনাল্টি পায় ইয়েমেন। ফলে প্রতিপক্ষ দলের আনোয়ার হোসাইনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এর ১৩ মিনিট পর বক্সের বাইরে থেকে ওয়াহিব নোমানের শটে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
৪৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আদেল আব্বাস। ৭৮ মিনিটে আমের আলবারওয়ানী আরও একটি গোলে এক হালি হজম করে মাঠ ছাড়ে বাংলাদেশ।