এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় মাঠে গড়ায় ম্যাচটি।
চলতি টুর্নামেন্টে উড়তে থাকা ভারতকে শুক্রবার মাটিতে নামিয়েছে পাকিস্তান। দুর্দান্ত প্রতাপে টানা তিন ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেয়েছে স্মৃতি মান্ধানার দল।
অপরদিকে এই পাকিস্তানের বিপক্ষে হারটিই এখন পর্যন্ত এশিয়া কাপের মিশনে একমাত্র হার। বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
এরপর মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ের মাধ্যমে ধারায় ফিরলেও এবারে বাংলাদেশের সামনে শক্তিশালী প্রতিপক্ষ ভারত।
নিজেদের শেষ পাঁচ দেখায় জয়েরে পাল্লাটা ভারী ভারতের। পাঁচ ম্যাচের তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। বাংলাদেশের অর্জন কেবল দুই জয়।
জয়ের ধারা ধরে রাখার মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন শামিমা সুলতানা। তার পরিবর্তে একাদশে ফিরেছেন লতা মন্ডল।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, নাহিদা আক্তার, রিতু মণি, লতা মন্ডল, ফারিহা তৃষ্ণা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা।