বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেকেই বাজিমাত করলেন ফারিহা তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এ বাঁহাতি পেইসার।মালয়েশিয়ার ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা ৩ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে বাংলাদেশের করা ৫ উইকেটে ১২৯ রানের জবাবে দেখেশুনে শুরু করে মালয়েশিয়া। প্রথম ৫ ওভারে তারা কোনো উইকেট হারায়নি।
ষষ্ঠ ওভারে বল হাতে দৃশ্যপট পালটে দেন তৃষ্ণা। বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি তার। শর্টার ফরম্যাটে বল হাতে নিয়ে বিপাকে ফেলেন মালয়েশিয়াকে।
৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ৮ রান করা মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করেন তৃষ্ণা। দ্বিতীয় বলে এলবিডব্লিউ করেন নতুন ব্যাটার মাস এলিসাকে।
তার দুর্দান্ত বোলিং বজায় থাকে তৃতীয় বলেও। মাহিরা ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি ছিল তার স্পেলের তৃতীয় ওভার। পরের ওভারে উইকেট পাননি তিনি।
৪ ওভারের স্পেলে ১২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তৃষ্ণা। এটি নারী টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন।