চলতি বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মিশন শেষ করার পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি জাতীয় দলের যুবাদের। দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে ২২ গজে ফিরতে যাচ্ছে যুবা ক্রিকেটাররা। নভেম্বরের প্রথম সপ্তাহে দুই ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা।
সব কিছু ঠিক থাকলে পাকিস্তানের যুব দলের বিপক্ষে একটি চার দিনের ও ৫টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। ১ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ীদের।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার এইএম কায়সার।
তিনি বলেন, ‘আশা করা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১ নভেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করবে। তবে এখনই সিরিজের সূচি বলা যাচ্ছে না। কিন্তু আমাদের বলা হয়েছে ১৯ নভেম্বরের ভিতর সিরিজটি শেষ করতে।’
কায়সার আরও বলেন, ‘তবে এটা নিশ্চিতভাবেই বলতে পারি যে, ১৯ নভেম্বরের ভেতর সিরিজ শেষ করে ২০ নভেম্বরের ভেতর আমাদের ফিরে আসতে হবে।’
আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি এখনও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি।
তবে বোর্ডের সূত্রে জানা গেছে ৪ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের এক মাত্র ৪ দিনের ম্যাচ। এরপর ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি ওয়ানডে ম্যাচ। সবগুলো খেলা হবে ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে।