বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুসোর সেঞ্চুরিতে ক্লিন সুইপ এড়াল সাউথ আফ্রিকা

  •    
  • ৫ অক্টোবর, ২০২২ ১০:৫২

শেষপর্যন্ত প্রোটিয়া বোলারদের বিপক্ষে সবগুলো উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত। আর সেই সুবাদে ৪৯ রানের জয় দিয়ে সিরিজ শেষ করে সাউথ আফ্রিকা।

তিন ম্যাচের সিরিজ ২-০তে আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। ভারতের সামনে সম্ভাবনা ছিল প্রোটিয়াদের ক্লিন সুইপ করা। সাউথ আফ্রিকার লক্ষ্য ছিল শেষ ম্যাচে জয় বাগিয়ে ক্লিন সুইপ এড়ানো।

শেষ হাসিটা হাসল প্রোটিয়ারা। ভারত থেকে শূন্যহাতে ফিরতে হচ্ছে না তাদের। সিরিজের শেষ ম্যাচে সফরকারীরা জয় পেয়েছে ৪৯ রানে।

রাইলি রুসোর সেঞ্চুরিতে ভর করে সাউথ আফ্রিকার করা ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭৮ রানের বেশি করা সম্ভব হয়নি রোহিত শর্মার ভারতের পক্ষে।

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট হারায় সফরকারীরা।

চলতি সিরিজে এ প্রথম রানের দেখা পেলেন বাভুমা। ৮ বলে ৩ করে মাঠ ছাড়েন তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরতে হয়েছিল তাকে।

দ্রুত উইকেট পতনের পর দলকে টেনে তোলেন কুইন্টন ডি কক ও রাইলি রুসো। দুজনের ৯০ রানের অনবদ্য জুটিতে ভর করে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে সাউথ আফ্রিকা। ৪৩ বলে ৬৮ রান করে রানআউট হন ডি কক।

কক বিদায় নিলেও উইকেটে ঝড় তোলেন রুসো। ৪৮ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ১৮ বলে ২৩ রান করেন ট্রিস্টান স্টাবস। ৫ বলে ১৯ রান করেন ডেভিড মিলার।

শেষতক নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন দিপক চাহার ও উমেশ ইয়াদভ।

জবাবে ব্যাট করতে নেমে ৪ রানেই ২ উইকেট হারিয়ে বসে ভারত। রোহিত শর্মাকে ফিরতে হয় রানের খাতা খোলার আগে। আর শ্রেয়াস আইয়ার আউট হন ১ রানে। ওপেনিংয়ে নেমে ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন রিশাভ পান্ট। দিনেশ কার্তিক ২১ বলে করেন ৪৬।

১২ ওভার পেরোতে ১২০ রান তুললেও ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। শেষদিকে দিপক চাহার ১৭ বলে ৩১ আর উমেশ যাদব ১৭ বলে ২০ রানের অপরাজিত ইনিংস কেবল কমিয়েছে পরাজয়ের ব্যবধানটাই।

শেষপর্যন্ত প্রোটিয়া বোলারদের বিপক্ষে সবগুলো উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত। আর সে সুবাদে ৪৯ রানের জয় দিয়ে সিরিজ শেষ করে সাউথ আফ্রিকা।

প্রোটিয়াদের হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট যায় ওয়েইন পারনেল, লুঙ্গি এনগিডি আর কাগিসো রাবাডার ঝুলিতে।

এ বিভাগের আরো খবর