বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিটনকে ওপেনিংয়ে খেলাবেন না সিডন্স

  •    
  • ৪ অক্টোবর, ২০২২ ১৬:৩০

কোচ জেমি সিডন্স জানালেন, ওপেনিং জুটিতে রাখা হচ্ছে না লিটনকে। সাব্বির-মিরাজকে দিয়ে ওপেনিং করাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অজি এই কোচ। আর লিটনের ব্যাটিং অর্ডার নামিয়ে দেয়ার পরিকল্পনা তিনি করেছেন তিন বা চারে।

তামিম ইকবাল যখন টি-টোয়েন্টি থেকে নির্বাসনে চলে গেলেন, তখন থেকে শর্টার ফরম্যাটে ওপেনিং জুটি গড়তে বেশ বেগ পেতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। লিটন দাসের সঙ্গী হিসেবে সেট হতে পারছিলেন না কেউই।

অবস্থা আরও বেগতিক হয়, যখন লিটন ইনজুরিতে পরেন। টিম ম্যানেজমেন্টকে ভাবতে হয় সম্পূর্ণ নতুনভাবে ওপেনিং জুটি নিয়ে।

লম্বা সময় ধরে পরীক্ষা চালানোর পর ওপেনিং জুটির সমস্যার সমাধান পেয়েছে বোর্ড। মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে উদ্বোধনী জুটি ভেবে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড।

এরই মাঝে ইনজুরি কাটিয়ে ত্রিদেশীয় সিরিজে ফিরছেন লিটন দাস। ধারণা করা হচ্ছিল সাব্বির-মিরাজের একজনকে ছেটে ফেলা হবে ওপেনিং স্লট থেকে।

তবে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স জানালেন, ওপেনিং জুটিতে রাখা হচ্ছে না লিটনকে। সাব্বির-মিরাজকে দিয়ে ওপেনিং করাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অজি এই কোচ। আর লিটনের ব্যাটিং অর্ডার নামিয়ে দেয়ার পরিকল্পনা তিনি করেছেন তিন বা চারে।

মঙ্গলবার লিংকনে জাতীয় দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে এমনটাই জানান সিডন্স।

সিডন্স বলেন, ‘সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদ্দীপ্ত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজটিকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন অজি এই কোচ।

সিডন্স বলেন, ‘আমাদের দলটা খুব তরুণ। কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছে বা দলে নেই। তরুণ দল হিসেবে তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি।’

তিনি আরও বলেন, ‘ওদের নিয়ে (নিউজিল্যান্ড-পাকিস্তান) বেশি কিছু বলার নেই। গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। পাকিস্তান অবশ্যই দারুণ টি-টোয়েন্টি দল। তাদের চ্যালেঞ্জ জানাতে পারলে বিশ্বকাপেও হয়ত ভাল কিছু সম্ভব।’

৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটির আনুষ্ঠানিকতা।

এ বিভাগের আরো খবর