টেস্ট ক্রিকেট স্ট্যাটাস পাওয়ার ২২ বছর পর আঞ্চলিক ক্রিকেট সংস্থা (আরসিএ) গঠনের অনুমোদন পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, তাদের প্রস্তাব এনএসসির অনুমতি পেয়েছে।
সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে বোর্ড, এমনটা জানান প্রধান নির্বাহী।
তিনি বলেন, ‘এজিএমে গঠনতন্ত্রে যে সংশোধনীগুলো এসেছিল, সেটা আমরা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাই। পরবর্তীতে এটা অনুমোদিত হয়ে আসে। এটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র ২০২২ হিসেবে এটা কার্যকর হবে।আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে যে পরিকল্পনা ও এটার নীতিমালার বিষয়ে আমাদের গতকাল বোর্ড মিটিং হয়েছে। সেখানে খসড়া অনুমোদন হয়েছে।’
নিজামউদ্দিন এও জানান যে, আরসিএর গঠন ও নীতিমালা কী হবে সেটা চূড়ান্ত করার জন্য দ্রুত কমিটি করে দেবে বিসিবি। আপাতত খসড়া নীতিমালা দিয়েই শুরু হবে অ্যাসোসিয়েশন।
তিনি যোগ করেন, ‘খুব দ্রুত একটা কমিটি করে দেওয়া হবে। এই নীতিমালার ওপর আরও কিছু প্রয়োজন হলে সেটা তারা চূড়ান্ত করবে ও আঞ্চলিক কমিটিগুলো তৈরি করে দেবে।
‘আঞ্চলিক ক্রিকেট কাঠামোর নীতিমালাগুলোতে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা বোর্ড করবে। খসড়া নীতিমালা দিয়ে আমাদের আঞ্চলিক ক্রিকেট কাঠামো শুরু করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই।’