বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিকা কাপের উদ্বোধনী ম্যাচে টানা জয়ের পর পাকিস্তানের বিপক্ষে বড় হারের শিকার হতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। চমৎকার ছন্দে থাকা সালমা-জ্যোতিরা পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি।
২০ ওভার ব্যাট করে ৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচের জন্য ভেজা পিচকেই দুষলেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ তারকা সালমা খাতুন। ম্যাচ শেষে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মনে করিয়ে দেন যে, রোববার রাতে সিলেটে বৃষ্টি হয়েছে।
সালমা বলেন, ‘আজকের উইকেটটা রানের জন্য উপযুক্ত ছিল না। গত রাতে বৃষ্টি হয়েছে যার কারণে রান কম হয়েছে। টার্ন হয়েছে অনেক। যে কারণে ব্যাটাররা ঠিকমতো খেলতে পারেননি। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় চাপ আরও বেশি ছিল।’
সালমা খাতুন লো স্কোরিং ম্যাচেও রান পেয়েছেন। ২৯ বলে ২৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। কিন্তু বাকিরা দায়িত্ব নিতে পারেননি। তবে, নির্দিষ্ট কাউকে দোষ দিতে রাজি নন সালমা।
তিনি যোগ করেন, ‘আমাদের টপ অর্ডার সবসময়ই ভালো করেছে। আজকে পিচ আমাদের পক্ষে ছিল না দেখে ভালো করতে পারেনি। আমাদের লক্ষ্য ছিল ২০ ওভার খেলে ১০০ রান করা। সেটা করতে পারিনি।’
আগামী ম্যাচের আগে দুই দিন প্রস্তুতির সময় পাচ্ছে স্বাগতিক দল। বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।