এশিয়া কাপের শুরুটা উড়ন্ত হলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হোঁচট খেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হারতে হয়েছে ৯ উইকেটে।
বাংলাদেশের দেয়া ৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৪৬ বল হাতে রেখেই জয় বাগিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখেশুনে খেলছিলেন পাকিস্তানি দুই ওপেনার মুনিরা আলি ও সিদরা আমিন।
জয়ের বন্দরে তরী ভেরানোর আগে পাকিস্তান কেবলমাত্র হারায় মুনিরা আলির উইকেট। বাকি কাজটা সারেন সিদরা ও বিসমাহ মারুফ মিলে। দলকে ৯ উইকেটের জয় এনে দেন ৪৬ বল হাতে রেখেই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরতে হয় দুই টাইগ্রেস ওপেনারকে।
শুরুতে ফেরেন শামিম সুলতানা। ডায়ানা বেগের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ওভারেই ফারজানা হক ফেরেন সাদিয়া ইকবালের শিকার হয়ে।
এই দুই ব্যাটারের বিদায়ের রেশ কাটতে না কাটতে বাংলাদেশ শিবিরে ফের আঘাত হানেন ডায়ানা। এবারে তিনি তুলে নেন রুমানা আহমেদকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান।
দ্রুত তিন উইকেট হারিয়ে বেসামাল বাংলাদেশকে ট্র্যাকে ফেরানোর মিশনে নামেন নিগার সুলতানা ও লতা মণ্ডল। দুজনে মিলে লড়াই চালিয়ে গেলেও খুব একটা লাভ হয়নি তাতে।
নিগারকে সাজঘরে ফিরতে হয় ৩০ বলে ১৭ করে। আর লতা খেলেন ১৯ বলে ১২ রানের ইনিংস।
উইকেটের এক প্রান্তে আসা-যাওয়ার মিছিল চলতে থাকলেও থিতু হয়ে বসে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন। তার হার না মানা ২৯ বলে ২৪ বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান।
শেষ পর্যন্ত নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ৮ উইকেটের খরচায় ৭০ রানে থামে টাইগ্রেসদের ইনিংসের চাকা।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ডায়ানা বেগ ও নিদা দার। ১টি করে উইকেট যায় সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেইলের ঝুলিতে।
বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকার পর ও এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের পর এটি ছিল বাংলাদেশের প্রথম হার।